বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নিয়েছিলেন তিন মাস আগে। তখনই জানিয়েছিলেন, তিনি এসেছেন ‘টি-টোয়েন্টি ইনিংস খেলতে”। কারণ অক্টোবরেই শেষ হবে বর্তমান কমিটির মেয়াদ। কিন্তু সময়ের সাথে সাথে দৃষ্টিভঙ্গি পাল্টেছে সাবেক এই অধিনায়কের। এখন তিনি নিজেকে ভাবছেন আরও দীর্ঘমেয়াদি পরিকল্পনায়।
নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বুলবুল বলেন, ‘আমি তো বলেছি আমি কখনো নির্বাচন করব না। নির্বাচন করতে যে রসদ লাগে সেটা আমার নেই। আমি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছি। তারা যদি আমাকে কন্টিনিউ করে, থাকব, চেষ্টা করব।’ নির্বাচনে না নামলেও ক্রিকেটের স্বার্থে দায়িত্বে থাকতে চান তিনি।
দায়িত্ব নেয়ার সময় নিজেকে তিনি তুলনা করেছিলেন একটি টি-টোয়েন্টি ম্যাচের সঙ্গে। কিন্তু এখন সেই ভাবনায় পরিবর্তন এসেছে, টি-টোয়েন্টি ক্রিকেট তো ১২০ বলে খেলতে হয়, দুই ওভারে শেষ হয়ে যায় না। বিভ্রান্তি আছে অনেক। আমি এখন লম্বা ইনিংস খেলার চেষ্টা করছি।’
সম্প্রতি বিসিবি নির্বাচন নিয়ে নানা গুঞ্জন উঠলেও বুলবুল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘নির্বাচন চার বছর পরপর হয়। সময় চলে এসেছে, তাই ঠিক সময়েই হবে। আন্তর্জাতিক অঙ্গনে এসব নিয়ে অপ্রয়োজনীয় আলোচনার দরকার নেই। আমাদের মূল অগ্রাধিকার ক্রিকেট।’
দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকেই কিভাবে কাজ শুরু করেছিলেন, সেটির উদাহরণও দেন তিনি, ‘৩০ তারিখে সন্ধ্যায় সভাপতি করা হয় আমাকে। বাসায় ফিরতে রাত ১২টা বাজে। তারপর ভোর ছয়টা পর্যন্ত বসে একটি পরিকল্পনার চার্ট তৈরি করি। পরদিনই বোর্ডের অনুমোদন নেই। এখন তার ফল আমরা দেখতে পাচ্ছি।’
সবশেষে ভবিষ্যৎ প্রজন্মের দিকেই নজর দিলেন বিসিবি সভাপতি, ‘আমার কাজ হচ্ছে যে শিশু ক্রিকেট খেলতে চায়, তার পথ যেন মসৃণ হয়। সেটাই আমার লক্ষ্য। দেশের সেবা করতে সবকিছু ছেড়ে এসেছি। তাই সুযোগ থাকলে চালিয়ে যেতে চাই।’
Discussion about this post