বিপিএল দুনীর্তিতে গঠিত বিশেষ ট্রাইব্যুনালের রায় মেনে নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষপর্যন্ত তারা সোমবার এ রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে। ট্রাইব্যুনাল তাদের প্রথম পর্যবেক্ষণ শেষে আশরাফুলকে দোষী সাব্যস্ত করে ৮ বছরের জন্য সবধরনের ক্রিকেটে নিষিদ্ধ করেছিলেন। আশরাফুল সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেন। আশরাফুলের সেই আপিলের প্রেক্ষিতে বিজ্ঞ ট্রাইব্যুনাল তার শাস্তি কমিয়ে পাঁচ বছরে নিয়ে আসেন। এই আপিলে জয়ী হয়ে আশরাফুল ফের ক্রিকেট মাঠে খেলার স্বপ্ন দেখতে থাকেন।
সবকিছু ঠিক থাকলে তিনি ২০১৬ সালের ১৩ অগাষ্ট ফের ক্রিকেট মাঠে ফিরতে পারবেন। কিন্তু এর মধ্যেই আরেকবার বাধা হয়ে দাড়াল বিসিবি ও আইসিসি। আশরাফুলের কমিয়ে আনা শাস্তির বিরুদ্ধে তারা আপিল ঠুকছে।
আর এই আপিলের ফয়সালা হবে কোর্ট অব আরবিট্রেশনে। সুইজারল্যান্ডের স্পোর্টস বিষয়ক এমনসব মামলার ফয়সালার জন্য আদালত রয়েছে। সেই আদালত এখন আশরাফুলের মামলার আরেকবার নিষ্পত্তি করবে। তবে এজন্য সুইজারল্যান্ডে যেতে হবে এমন কোন কথা নেই। আদালত যেখানে বলবেন কোর্ট বসাতে সেখানেই কোর্ট বসবে।
বিসিবির সুত্র জানিয়েছে-মুলত আইসিসির চাপে পড়েই বিসিবি আশরাফুলের এই শাস্তি কমানোর আদেশের বিরুদ্ধে আপিল ঠুকছে। ট্রাইব্যুনাল আশরাফুলের শাস্তি কমানোয় জয় হয়েছে আশরাফুলের। আর মামলায় পরাজিত হয়েছেন আইসিসি এবং বিসিবির আইনজীবিরা।
এখন আইসিসির সেই আইনজীবি নিজের ক্যারিয়ারে এই হারের ক্ষত যাতে না লাগে সেজন্যই আরেকটি শেষ চেষ্টার সিদ্ধান্ত নিয়েছে। আর এই মামলায় আশরাফুলের প্রতিপক্ষ তো আইসিসির মতো বিসিবিও। তাই আইসিসি’র দেখানো পথেই হেঁটেই বিসিবি এখন আশরাফুলের শাস্তি কমানোর রায়ের বিরুদ্ধে আপিল ঠুকছে।
Discussion about this post