নাটকীয়তা ছিল শেষ ওভার অব্দি। মনে হচ্ছিল শেষ ৬ বলের রোমাঞ্চে জিতেই যাবে বাংলাদেশ দল। কিন্তু সমীকরণ মিলল না। ম্যাচে শেষ ওভারে এসে হার দেখেছে বাংলাদেশ। শেষ ৪ বলে চাই ৮ রান। হাতে তখন ১ উইকেট। তখনই পথ হারাল দল। যদিও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমি-ফাইনালের টিকিট আগেই পেয়েছিল বাংলাদেশ দল।
মঙ্গলবার ছিল গ্রুপ চ্যাম্পিয়নের লড়াই। যেখানে শ্রীলঙ্কার সঙ্গে লড়াই করে হেরে গেল বাংলাদেশ। ৭ রানের হারে গ্রুপ রানার্সআপ হলো হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সেমিতে লড়বে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়নদের সঙ্গে।
দুবাইয়ের মাঠে আজ শ্রীলঙ্কা শুরুতে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে ২২৮ রানে অলআউট হয়। জবাবে নেমে বাংলাদেশ ৪৯.৩ ওভারে অলআউট হয়ে করে ২২১ রান। কালাম সিদ্দিকী ও জাওয়াদ আবরারের উদ্বোধনী জুটি তুলে ৫২ রান। ২৪ রানে আউট জাওয়াদ। অধিনায়ক আজিজুল হাকিম তামিম (৮) ও মোহাম্মদ শিহাব জেমস (৬) দ্রুত আউট হয়ে যান।
কালাম-দেবাশীষ দেবা জুটি ৭৪ রান করে ম্যাচটা জমিয়ে তুলেন। ৮টি চার ও এক ছক্কায় ৯৫ রান করে আউট কালাম সিদ্দিকী। দেবাশীষ ৩২ রান।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯: ৪৯.২ ওভারে ২২৮/১০ (পেরেরা ১৯, সিগেরা ৫, শানমুগানাথান ৪, দিনসারা ১০৬, আবেসিংহে ২১, গামাগে ১০, চামুদিথা ২০, থিওমিকা ২২, মানিশা ১০, রাঞ্জিথকুমার ১, মাথুলান ০*; ফাহাদ ৯.২-০-৫০-৪, ইকবাল ১০-০-৫৬-১, রিজান ১০-০-৪০-৩, রাফি ১০-০-৩৬-১)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৯.৩ ওভারে ২২১/১০ (জাওয়াদ ২২, কালাম ৯৫, আজিজুল ৮, শিহাব ৬, দেবাশিষ ৩১, রিজান ০, ফরিদ ২৪, সামিউন ১৪, রফি ২, ফাহাদ ০, ইকবাল ৪*; চামুদিথা ৯-০-৪৮-১, মাথুলান ৮.৩-১-২৯-১, থিওমিকা ১০-০-৩৭-৩, মানিশা ১০-০-৪০-১)
ফল: শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ ৭ রানে জয়ী
ম্যাচসেরা: ভিমাথ দিনসারা
Discussion about this post