বয়স ২৯ পেরিয়েছে। জাতীয় দলে নেই বছর দুয়েক ধরে। তবে হাল ছাড়ছেন না এনামুল হক বিজয়। লড়ে যাচ্ছেন। সাফল্যও পাচ্ছেন ঘরোয়া ক্রিকেটে। রোববার তো একটুর জন্য একটা মাইলফলক স্পর্শ করা হলো না। এজন্য আক্ষেপ করতেই পারেন এনামুল হক বিজয়। ১৬ রানের জন্য কিছুটা হতাশাও সঙ্গী হলো। এদিন রান পেলেন জাতীয় দলের বাইরে থাকা আরেক ক্রিকেটার নাসির হোসেন।
রোববার বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ১১১ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক।
এদিন বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ৩৮৮ রান তুলে প্রাইম ব্যাংক। এটি প্রিমিয়ার লিগে সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। ২০১৭-১৮ মৌসুমে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ৪ উইকেটে ৩৯৩ রান তুলে আবাহনী।
রোববার ওপেনিংয়ে নেমে ১৮৪ রান করেন এনামুল। ১৪২ বলের ইনিংসে ছিল ৮ ছক্কা ও ১৮ চার। নাসির ৫ ছক্কা ও ৩ চারে অপরাজিত ৩২ বলে ৬১। এবারের লিগে এখন অব্দি ৫ ম্যাচ খেলে করলেন দুটি করে ফিফটি ও সেঞ্চুরি।
লিস্ট ‘এ’ ক্রিকেটে এনামুলের ১৮৪ রান বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের তৃতীয় সর্বোচ্চ। ২০১৮-১৯ মৌসুমের প্রিমিয়ার লিগে সৌম্য সরকার আবাহনীর হয়ে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে খেলেন অপরাজিত ২০৮ রানের ইনিংস। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে আবাহনীর বিপক্ষে ২০১৭ সালে রকিবুল করেন ১৯০ রান।
সংক্ষিপ্ত স্কোর-
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ৩৮৮/৫ (এনামুল ১৮৪, শাহাদাত ৪৭, অভিমান্যু ৩০, মিঠুন ৩৮, নাসির ৬১*, কাপালী ৮, মেহেদি ১*; আসাদউজ্জামান ১০-০-৮৮-২, আলাউদ্দিন ১০-১-৬৯-১, হাসান মুরাদ ৯-০-৭৩-০, রাহাতুল ৭-০-৪০-০, সাজ্জাদুল ১-০-১২-০, নাঈম ৪-০-৩৫-০, রাজা ৮-০-৪১-২, আনিসুল ১-০-১৫-০)
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ২৭৭/৮ (অভিশেক ১৮, আনিসুল ১৮, তাসামুল ৩, মাহিদুল ২৭, রাজা ৯৮, সাজ্জাদুল ৫৬, নাঈম ১৩, আলাউদ্দিন ৭, রাহাতুল ২৮*, হাসান মুরাদ ৩*; মনির ১০-০-৪৮-১, রবিউল ৬.৩-০-৪১-০, রকিবুল ১০-১-৪৫-৪, কাপালী ৬-০-৫০-১, মেহেদি ১০-০-৫০-১, রেজাউর ৭-০-৪০-১, শাহাদাত ০.৩-০-৩-০)
ফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ১১১ রানে জয়ী
ম্যাচসেরা: এনামুল হক
Discussion about this post