ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দুঃস্বপ্নের ব্যাটিং পেছনে ফেলে বৃহস্পতিবার শুরু নতুন এক মিশন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ৮ দলের এই্ ‘মিনি বিশ্বকাপ’ এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ওয়ানডেতে গত দুই বছরে সবচেয়ে বেশি উন্নতি করা দুই দেশ বাংলাদেশ ও ইংল্যান্ড। ইংল্যান্ড মানেই ওয়ানডে ক্রিকেটের আজন্ম ফেভারিট। আর বাংলাদেশ এবার ‘ডার্ক হর্স।’ মানে যে কোন দেশের জন্যই চ্যালেঞ্জ।
বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে লন্ডনের কেনিংটন ওভালে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, মাছরাঙা টিভি, গাজী টিভি ও স্টার স্পোর্টস।
‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। অজিদের সঙ্গে লড়াই ৫ জুন। ৯ জুন কিউইদের সঙ্গে ম্যাচ। টুর্নামেন্টের ফাইনাল ১৮ জুন।
জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, এউইন মরগ্যান, জস বাটলার ও মঈন আলি- শক্তিশালী ব্যাটিং লাইন আপ ইংলিশদের। যদিও ইংলিশ ব্যাটিং লাইন গুঁড়িয়ে দেয়ার মতো শক্তি রয়েছে বাংলাদেশের। আছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, ইনসুইংয়ে দক্ষ রুবেল হোসেন এবং অভিজ্ঞ মাশরাফি। সঙ্গে অভিজ্ঞ সাকিব আল হাসান, তরুণ মেহেদী হাসান মিরাজ এবং পার্টটাইম বোলার মাহমুদউল্লাহ রিয়াদের স্পিন অ্যাটাক।
আর ব্যাটিংয়ে তামিম ইকবাল, সৌম্য সরকার রয়েছেন ছন্দে। সাকিব আল হাসান ও সাব্বির রহমানরাও ঝলসে উঠতে পারেন যে কোন সময়।
টাইগারদের বিপক্ষে ‘প্রতিশোধ’ নেয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামতে পারে ইংল্যান্ড।
২০০৬ সালে সর্বশেষ হাবিবুল বাশারের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিল বাংলাদেশ। ৮ ম্যাচে অংশ নিয়ে মাত্র একটিতে জিতেছে টাইগাররা। তবে এখন বাংলাদেশ পাল্টে গেছে। রেংকিংয়ে ৬ নম্বরে দল। এই ইংলিশদের বিপক্ষে সর্বশেষ ৭ ওয়ানডের ৪টিতেই জিতেছে দল। সব মিলয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগাররা জয়ে শুরু করলে অবাক হওয়ার কিছু থাকবে না।
দুই দেশের সম্ভাব্য একাদশ-
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, অ্যালেক্স হেলস, এউইন মরগ্যান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মঈন আলি, আদিল রশিদ, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট ও মার্ক উড।
Discussion about this post