আগের প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে রীতিমতো রাজত্ব করেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। পাকিস্তানের বোলিং লাইন আপ তছনছ করে তারা তুলে ৩৪১ রান। কিন্তু মঙ্গলবার এ কেমন ব্যাটিং দেখল বাংলাদেশ। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাত্র ২৩.৫ ওভারে ৮৪ রানে অলআউট। ম্যাচে এর আগে ব্যাট করতে নেমে ভারত ৭ উইকেট হারিয়ে ৫০ ওভারে করে ৩২৪ রান। যার অর্থ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই প্রস্তুতি ম্যাচে ২৪০ রানের বড় বিশাল ব্যবধানে হারল টাইগাররা।
ভারতের ৩২৪ টপকাতে গিয়ে কখনোই মনে হয়নি বাংলাদেশ ম্যাচটা জিততে যাচ্ছে। ব্যাটসম্যানরা যেন উইকেটে আসা আর যাওয়ার দায়টুকু সেরেছেন। কেউ ধৈর্য্য ধরে ব্যাট করতে পারেন নি! শুরুতে সৌম্য সরকার ও সাব্বির রহমানের বিদায়। পরের ওভারে ইমরুল কায়েস সাজঘরের পথে। তারপর সাকিব ও মাহমুদউল্লার সব শেষ!
এক পর্যায়ে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে দাঁড়ায় ৪৭ রান। কিছুটা দেখেশুনে খেলে মেহেদী হাসান মিরাজ করেন ২৪ রান। সানজামুল ইসলাম ১৮ রান। এর তারও আগে সৌম্য ২, সাকিব ৭, ইমরুল ৭ ও মুশফিক ১৩ রান করলেও রানের খাতাই খুলতে পারেননি সাব্বির, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন।
এর অাগে বোলাররা শুরুটা ভাল করেছিল। মাত্র ২১ রানে ভারতের ২ উইকেট তুলে নেয় বাংলাদেশ। দলের এমন দুঃসময়ে হাল ধরেন শেখর ধাওয়ান ও দিনেশ কার্তিক। ১০০ রান যোগ করেন। দলীয় ১২১ রানে সানজামুলের বলে মিরাজের হাতে ক্যাচ দেয়ার আগে নিজের অর্ধশত রান পূর্ণ করেন। একই সঙ্গে দলকেও শক্ত অবস্থানে নিয়ে যান। দেখেশুনে খেলে যাওয়া ভারতের পরের উইকেটের পতন হয় ১৯৬ রানে। সানজামুলের টার্ন না করা বলে সোজা পরাস্ত হয়ে বোল্ড হয়ে যান কেদার যাদব। ৯৪ রানে ফিরেন দিনেশ কার্তিক।
বাংলাদেশের পক্ষে বোলিং করেছেন আট বোলার। উইকেট নিয়েছেন তিনজন। ৮ ওভারে ৫৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। তবে সবচেয়ে সফল বোলার রুবেল হোসেন। ৯ ওভার বল করে ৫০ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। সানজামুল ইসলাম পেয়েছেন দুটি উইকেট। ম্যাচে মাশরাফির বদলে দলকে নেতৃত্ব দিয়েছেন সাকিব।
ভারতের বিপক্ষে এই ম্যাচ দিয়েই প্রস্তুতি পর্ব শেষ মাশরাফি-সাকিবদের। ১ জুন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ডের।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ৫০ ওভারে ৩২৪/৭ (রোহিত ১, ধাওয়ান ৬০, রাহানে ১১, কার্তিক ৯৪, কেদার ৩১, পান্ডিয়া ৮০*, জাদেজা ৩২, অশ্বিন ৫, ভুবনেশ্বর ১ ; মুস্তাফিজ ১/৫৩, রুবেল ৩/৫০, তাসকিন ০/৪৫, সৌম্য ১/১০, মিরাজ ০/৩৯, সানজামুল ২/৭৪, মোসাদ্দেক ০/২৯, সাকিব ০/২৩)।
বাংলাদেশ: ২৩.৫ ওভারে ৮৪ (ইমরুল ৭, সৌম্য ২, সাব্বির ০, মুশফিক ১৩, সাকিব ৭, মাহমুদউল্লাহ ০, মোসাদ্দেক ০, মিরাজ ২৪, সানজামুল ১৮, তাসকিন ১*, রুবেল ০ , ভুবেনশ্বর ৩/১৩, উমেশ ৩/১৬, শামি ১/১৭, বুমরাহ ১/৩২, পান্ডিয়া ১/২, অশ্বিন ১/২)।
ফল: ভারত ২৪০ রানে জয়ী
Discussion about this post