স্বপ্নের মতো সময় কাটছে পাকিস্তান ক্রিকেট দলের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামা মানেই যেন নিশ্চিত জয়। ওয়ানডে আর টি-টুয়েন্টিতে দাপট দেখিয়ে ক্যারিবিয়দের হোয়াইটওয়াশ করেছে তারা। টেস্টেও সেই একই দৃশ্যপট। সিরিজের দ্বিতীয় টেস্টেও একেবারে অনায়াসে জিতল পাকিস্তান। মঙ্গলবার ক্যারিবীয়দের ১৩৩ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই টেস্ট সিরিজও মিসবাহ-উল-হক।
এই টেস্টে ইয়াসির শাহ’র ঘূর্ণি যাদুর কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের ২০ উইকেটের মধ্যে ১০টিই নেন এই স্পিনার। তাইতো ম্যাচসেরাও তিনি।
আবুধাবি টেস্টে উইন্ডিজকে হারিয়ে টি-টুয়েন্টি, ওয়ানডে আর টেস্ট মিলিয়ে টানা দশ ম্যাচ জিতলো পাকিস্তান। যদিও এটা কোন রেকর্ড নয়। তিন ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে টানা ২০টি জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার। ২০০৩ সালে টানা ১৮টি ওয়ানডে ও ২টি টেস্টে জিতেছিল অজিরা।
আবুধাবি টেস্টে ১ম ইনিংসে পাকিস্তান ৪৫২ রান করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ২২৪ রানে অলআউট। ২২৮ রানের বিশাল লিড পায় স্বাগতিকরা। এরপর পাকিস্তান ২ উইকেটে ২২৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। যাতে ওয়েস্ট ইন্ডিজের সামনে ৪৫৬ রানের লক্ষ্য দাঁড়ায়। এরপর ক্যারিবিয়রা ৩২২ রানে শেষ। ১৩৩ রানের অনায়াস জয়ে উল্লাসে মাতে মিসবাহ উল হকের দল।
এর পথ ধরে এক ম্যাচ হাতে রেখেই ২-০তে জিতে সিরিজ জিতে নিল পাকিস্তান। ৩০ অক্টোবর শারজায় সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি হবে দুদল।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান ১ম ইনিংস: ৪৫২ ও ২য় ইনিংস: ৬৭ ওভারে ২২৭/২ (ইনিংস ঘোষণা) (আসলাম ৫০, আজহার ৭৯, শফিক ৫৮*, ইউনুস ২৯*; কামিন্ ১/২৬, গ্যাব্রিয়েল ১/৩৬)।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২২৪ ও ২য় ইনিংস: ১০৮ ওভারে ৩২২/১০ (ব্রাফেট ৬৭, জনসন ৯, ব্রাভো ১৩, স্যামুয়েলস ২৩, ব্লাকউড ৯৫, হোপ ৪১; ইয়াসির ৬/১২৪, জুলফিকার ২/৫১, নাওয়াজ ১/২৯)
ফল: পাকিস্তান ১৩৩ রানে জয়ী
ম্যাচসেরা: ইয়াসির শাহ
সিরিজ: ৩ টেস্ট ম্যাচ সিরিজে ২-০ ‘তে এগিয়ে পাকিস্তান
Discussion about this post