অস্ট্রেলিয়ার পথে শনিবার ঢাকা ছেড়েছে বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দল। মাসব্যাপী সফরে দুটি চারদিনের ম্যাচ, তিনটি একদিনের ম্যাচ এবং ৬-৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে এইচপি। বাংলাদেশ দলের প্রতিপক্ষ পাকিস্তান ‘এ’, অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটোরি একাদশ ও বিগ ব্যাশের ৫টি ফ্র্যাঞ্চাইজি।
এই সফরে চার দিনের ম্যাচে বাংলাদেশ এইচপিকে নেতৃত্বে আছেন মাহমুদুল হাসান জয়। শনিবার দেশ ছাড়ার আগে তিনি জানালেন নিজের লক্ষ্যের কথা, ‘লক্ষ্য অধিনায়ক হিসেবে দলে যে কম্বিনেশন আছে সিরিজ জেতার লক্ষ্য থাকবে। ছোট থেকে একসঙ্গে আছি আমরা। অনূর্ধ্ব-১৯ এর কয়েকজন আছেন। জাতীয় দলের কয়েকজন আছে। ওই হিসেব করলে আমাদের কম্বিনেশনটা খুব ভালো হবে। খুব উপভোগ করে ক্রিকেট খেলতে পারব আমরা।’
সঙ্গে জয় আরও যোগ করেন, ‘আমি বলব যে, আমরা এখানে যে গ্রুপটা আছি, কারোরই অস্ট্রেলিয়া সফর করা হয়নি। এটা প্রথম সফর। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এক সফর। ২০২৭ সালে একটা টেস্ট সিরিজ আছে। সেটির ভালো একটা প্রস্তুতি হবে।’
১৯ বছর পর ২০২৭ সালে অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ। সেখানে অজিদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।
১১ আগস্ট মেলবোর্ন রেনেগেডস, ১২ আগস্ট তাসমানিয়া, ১৪ আগস্ট অ্যাডিলেডের বিপক্ষে লড়বে বাংলাদেশ এইচপি দল। ১৫ আগস্ট এসিসি কমেটস, ১৬ আগস্ট পাকিস্তান শাহিনসের বিপক্ষে ম্যাচ। ১৭ আগস্ট গ্রুপ পর্বে শেষ ম্যাচ এইচপির। ১৮ আগস্ট হবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল।
টি-টোয়েন্টি টুর্নামেন্ট ছাড়াও পাকিস্তানের দলটির সঙ্গে দুটি চার দিনের ম্যাচ এবং দুটি ৫০ ওভারের ম্যাচেও লড়বে বাংলাদেশ এইচপি দল।
চারদিনের ম্যাচের দল-
সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, অমিত হাসান, শাহাদাত হোসেন দিপু, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আইচ মোল্লা, রাকিবুল হাসান, পারভেজ রহমান জীবন, হাসান মুরাদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, রিপন মণ্ডল ও মারুফ মৃধা।
ওয়ানডে ম্যাচের দল-
তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, আরিফুল ইসলাম, আকবর আলী, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, পারভেজ রহমান জীবন, মাহফুজুর রহমান রাব্বী, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম, রিপন মণ্ডল ও মারুফ মৃধা।
টি-টোয়েন্টি ম্যাচের দল-
তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, আরিফুল ইসলাম, আকবর আলী, ওয়াসি সিদ্দীকি, রাকিবুল হাসান, আলিস ইসলাম, মাহফুজুর রহমান রাব্বী, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিপন মণ্ডল ও মারুফ মৃধা।
Discussion about this post