ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত কিছুদিন ধরেই আলোচনায় সাকিব আল হাসানের ইনজুরি। আঙুলের চোটের চিকিৎসায় এখন মেলবোর্নে চিকিৎসা নিচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তার আগে অবশ্য ঢাকাতেই সার্জারি করাতে হয়েছে তাকে। হাতের ইনফেকশনে বেশ বিপাকে আছেন তিনি। যদিও এশিয়া কাপের আগেই অস্ত্রোপচার করাতে চেয়েছিলেন তিনি। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন তার ভাবনার বাঁক বদলে দেন। তিনি তখন গণমাধ্যমে বলেন, ‘(অস্ত্রোপচার) এশিয়া কাপের আগেও হতে পারে, পরেও হতে পারে। আমার মনে হয়, অন্য সময় করাটাই ভালো হবে।’
চোট নিয়েই খেলেন এশিয়া কাপে। তারপর মাঝ পথে ফিরে আসতে হয় দেশে। এরপর এখন এমন অবস্থা যে বাঁ হাতের কনিষ্টা আঙুল পুরোপুরি ঠিক হবে কীনা তা নিশ্চিত নয়। এ অবস্থায় মঙ্গলবার পাপন জানালেন ভিন্ন কথা। তিনি বলেন,
‘এশিয়া কাপের পরে অস্ত্রোপচারের কথা কেন বললাম। ওর যে অস্ত্রোপচার লাগবে সেটাই তো জানি না। সমস্যা থাকবে। আমাকে চিকিৎসকেরা বলেছেন, ৭০ শতাংশ থাকলেই হবে। এটা নিয়ে খেলতে পারবে। আর অস্ত্রোপচার করলে আগের অবস্থা ফিরে পাবে এমন নিশ্চয়তা নেই। এটার কথা কেউ বলেনি। আপনারা আমাকে বলেন, এর আগে আমেরিকায় এক-দেড় মাস ছিল, বসেই ছিল। তখনই তো করতে পারত।’
এখানেই শেষ নয়, পাপন আরো বলেন, ‘আমাকে সে মক্কা-মদিনাতে বলেছে, ফিজিও বলেছে এটা নিয়ে খেললে (চোট) বাড়ার কোনো সুযোগ নেই। কোনো অসুবিধা নেই। সে খেলতে পারে। তারপরও বলেছি তুমি একজন ডাক্তার দেখাও। আমার ধারণা ছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা যুক্তরাষ্ট্রে করতে পারে। কোন চিকিৎসক বলেছেন ওর অস্ত্রোপচার লাগবেই, এটা জানা নেই বোর্ডের। অস্ত্রোপচার করার ব্যাপারটা ছিল সাকিব, ফিজিও ও চিকিৎসকের ওপর। সাকিব এশিয়া কাপের আগেই করতে চায়। আমি বলেছি, এশিয়া কাপে খেলা গেলে সে পরে করুক। যদি খেলা যায়, যদি ফিজিও-চিকিৎসক সবুজ সংকেত দেয়। মুশফিক-মাশরাফি তো খেলে যাচ্ছে। আমার কথা হচ্ছে, পারলে খেলুক।’
এশিয়া কাপ খেলতে সাকিবকে জোরাজোরি করেন নি পাপন। তিনি জানান, ‘আমাকে বলল, অপারেশন করলেই চলে। আমি বলেছি, তুমি ডাক্তারের সঙ্গে দেখা কর। এমন যদি হয়, এখন না করলেও চলবে। ওর সঙ্গে মক্কা এবং মদিনায় দেখা, একই কথা। আমি বলেছি, ঝুঁকি নিও না। তুমি ডাক্তার দেখাও। ও জিজ্ঞেস করেছে, কী করব। বললাম, তোমার সিদ্ধান্ত। ও বলল, ফিজিও বলে দিয়েছে অসুবিধা নেই। জিজ্ঞেস করলাম, খেললে খারাপ হতে পারে কি না। বলল, না। এটাই শেষ কথা হয়েছে। আমি হজ করে ঢাকায় আসছি, চার দিন পর হঠাৎ কোচের মেইল দেখলাম, সাকিব দলে যোগ দেবে না। সে আমেরিকায় যাচ্ছে। ওখান থেকে সে সরাসরি এশিয়া কাপের দলে যোগ দেবে। তখন আমরা জানলাম সে খেলছে।’
সাকিবের চোট নিয়ে অনেকেই ফিজিওর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এ অবস্থায় বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেন, ‘শুধু সাকিবের কথা শুনেছি। ফিজিও না এলে কিছু বলতে পারছি না। ফিজিওর সঙ্গে কথা হয়নি। একটা জিনিস আমাকে বলা হয়েছে, ভেতরে ইনফেকশন এভাবে বোঝার উপায় নাই।’








Discussion about this post