ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দুই দিনের দলবদল শেষ হয়েছে। ২ মার্চ ও ৪ মার্চ চলেছে দলবদল কার্যক্রম।দুই দিনে ১২৩ ক্রিকেটার ১২টি ক্লাবে নাম লেখালেন। যেখানে আছেন অনেক তারকা ক্রিকেটার। দলবদল শেষ, এবার ক্রিকেটারদের মাঠে নামসার পালা।
এক মৌসুম পর লিগ ফিরছে ১২ দলে। গত মৌসুমে এক রেলিগেশন ও দুই প্রমোশনে নতুন সঙ্গী অগ্রণী ব্যাংক এবং ঢাকা লেপার্ড ক্লাব। এবার লড়াই হবে ৫০ ওভারের। লিগ শুরু আগামী ১৫ মার্চ থেকে।
অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে দল গড়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শিরোপায় চোখ রাখছে তারা। এরমধ্যে দল বদলের প্রথম দিন লিজেন্ডসদের দলে যোগ দেন পারভেজ হোসেন ইমন, আশিক-উল-ইসলাম নাঈম, ফারদিন হাসান, জাওয়াদ মোহাম্মদ রোহান ও আব্দুল হালিম। শেষ দিনে শনিবার নাম লেখালেন মুনিম শাহরিয়ার ও অভিজ্ঞ সোহাগ গাজী।
কিংবদন্তি ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জে থাকা নিশ্চিত। পুরোনো দলেই থাকছেন এই মহাতারকা। মাশরাফির সঙ্গে আগের বারের বেশিরভাগ ক্রিকেটারই রয়ে গেছেন লিজেন্ডস অব রুপগঞ্জে। অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান রুম্মন, পেসার আল আমিন, মুক্তার আলী, স্পিনিং অলরাউন্ডার তানবির হায়দার, উইকেটকিপার কাম হার্ডহিটার ইরফান শুক্কুর এবং ভারতীয় ক্রিকেটার চিরাগ জানি থাকছেন রূপগঞ্জে।
এবার যুক্ত হলেন দুই তরুণ ওপেনার মুনিম শাহরিয়ার আর সিটি ক্লাবের তরুণ আশিক নাইম। একই দলের জাওয়াদ রোহানের দলও রূপগঞ্জ। এছাড়া বাঁ-হাতি স্পিনার রাজিবুল ইসলাম পেসার আব্দুল হালিম ও ওপেনার মাহমুদুল হাসান ইমনের সঙ্গে অলরাউন্ডার সোহাগ গাজীকেও নিল রূপগঞ্জ।
আগের বারের মতো রাউন্ড রবিন পদ্ধতিতে গ্রুপ পর্বে সব দলগুলো একটি করে ম্যাচ খেলবে একে অন্যের সঙ্গে। পয়েন্ট টেবিলের শীর্ষে ছয় দল খেলবে পরের রাউন্ড সুপার লিগে। ওই পর্বেও একে অপরের সঙ্গে একটি করে ম্যাচে লড়বে। সব শেষে টেবিলের শীর্ষ দলই হবে লিগের চ্যাম্পিয়ন।
দেখে নিন কে কোন দলে
লিজেন্ডস অব রূপগঞ্জ
পারভেজ হোসেন ইমন, আশিক-উল-আলম নাঈম, ফারদিন হাসান অনি, জাওয়াদ মোহাম্মদ, আবদুল হালিম, সোহাগ গাজী, নিয়ন ইসলাম, রাজীবুল ইসলাম, মুনিম শাহরিয়ার।
আবাহনী লিমিটেড
রিশাদ হোসেন, শাহবাজ চৌহান, এনামুল হক বিজয়, রিপন মণ্ডল, নাহিদুল ইসলাম, রাকিবুল হাসান, তাসকিন আহমেদ।
শাইনপুকুর ক্রিকেট ক্লাব
আমিনুল ইসলাম বিপ্লব, মাসুম খান টুটুল, আব্দুল কাইয়ুম তুহিন, ফরহাদ রেজা, নাবিল সামাদ, শহিদুল ইসলাম, আশিকুর জামান, মাহফিজুল ইসলাম, শামসুর রহমান, খালিদ হাসান, তুষার মিয়া, মাহেদি হাসান, আইচ মোল্লাহ, অমিত হাসান, জিসান আলম।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব
শফিকুল ইসলাম, ফজলে মাহমুদ রাব্বি, তৌহিদ হৃদয়, মেহরাব হোসেন নিলয়, প্রিতম কুমার, মনির হোসেন খান।
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব
সাদমান ইসলাম, আবু হায়দার রনি, মোহাম্মদ শরিফুল্লাহ, মিনহাজুর রহমান, শামসুল ইসলাম, নুরুজ্জামান, আসাদুজ্জামান পায়েল, এনামুল হক, আজমীর আহমেদ, মোহাম্মদ ইলিয়াস, আরাফাত সানি, মার্শাল আইয়ুব, শহীদুল ইসলাম, জহুরুল ইসলাম।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
মঈনুল ইসলাম সোহাইল, আলিস আল ইসলাম, রাকিবুল আতিক, বিশাল চৌধুরী, মুশফিকুর রহিম, আল আমিন, প্রান্তিক নওরোজ নাবিল।
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব
ইয়াসিন আরাফাত, টিপু সুলতান, সানজামুল ইসলাম, নাঈম ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সালমান হোসেন ইমন, মমিনুল হক সৌরভ, শামীম হোসেন, ইমতিয়াজ হোসেন, আলাউদ্দিন বাবু, নাঈম হাসান।
গাজী গ্রুপ ক্রিকেটার্স
অমিত মজুমদার, সুমন হাসান খান, নিহাদ উজ জামান, মহিউদ্দিন তারেক, সাকিল হোসেন, এনামুল হক
মোহামেডান স্পোর্টিং ক্লাব
ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম অঙ্কন, নাজমুল হোসেন মিলন, মেহেদি হাসান মিরাজ, আরিফুল হক, সৈয়দ খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, এনামুল হক জুনিয়র, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, রুয়েল মিয়া, শফিকুল ইসলাম।
সিটি ক্লাব
আসিফ হাসান মিতুল, আসিফ আহমেদ রাতুল, আবদুল্লাহ আল মামুন, রাফসান আল মাহমুদ, জয়রাজ শেখ ইমন ও নাঈমুর রহমান নয়ন, ইফতেখার সাজ্জাদ, ইমরান হোসেন, রায়ান রাফসান রহমান, সাইফুল ইসলাম।
ব্রাদার্স ইউনিয়ন
এ কে এস স্বাধীন, আনিসুল ইসলাম ইমন, তাপস ঘোষ, রনি চৌধুরি, আব্দুল গাফফার রনি, মিজানুর রহমান, মহর শেখ অন্তর, তানজিদ হাসান তামিম, সঞ্জিত সাহা, রাহাতুল ফেরদৌস জাভেদ, নাদিফ চৌধুরি, জাহিদুজ্জামান খান, সাব্বির হোসেন, আসাদুল্লাহ হিল গালিব, আরাফাত সানি মৃধা, মেহেদি হাসান।
ঢাকা লেপার্ডস
রাকিবুল হাসান, সোহরাওয়ার্দী শুভ, জসিম উদ্দিন, জাকিরুল আহমেদ জেম, রায়হান উদ্দিন, মেহরাব হোসাইন জসি, দেলওয়ার হোসেন, মঈন খান, পিনাক ঘোষ, সালাউদ্দিন শাকিল ও জুনায়েদ সিদ্দিকী।
Discussion about this post