আপাতত ছুটির মেজাজে জাতীয় দলের ক্রিকেটাররা। তবে ঈদের আগেই ফের ব্যস্ততা শুরু হয়ে যাবে তাদের। কারণ ঈদ উল আযহার আগেই সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। দুই দফায় হবে তাদের এই সফর। যেখানে সাকিব আল হাসান ও তামিম ইকবালদের সঙ্গে তারা খেলবে এক টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি।
ঈদুল আযহার বিরতি থাকবে টেস্ট ও ওয়ানডে আর টি-টুয়েন্টির মাঝখানটায়। ঈদের আগে টেস্ট খেলবে বাংলাদেশ-আফগানিস্তান। ঈদের পর ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ। বুধবার দ্বিপক্ষীয় সিরিজের আনুষ্ঠানিক সূচি ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে আগেও বাংলাদেশে এসেছে আফগানিস্তান। কিন্তু এবার এক মিশনে তিন সংস্করণের সিরিজ খেলতে এবারই প্রথম আসছে। দুই ভাগের সফরে ১০ জুন প্রথমবার ঢাকায় আসবেন রশিদ খানরা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্ট শুরু হবে আগামী ১৪ জুন। এরপর তিনটি ওয়ানডে খেলতে ১৯ জুন ভারত সফরে যাবে আফগানরা।
এই সময়টাতে বাংলাদেশ দল থাকবে ঈদ উল আযহার ছুটিতে। তারপর দ্বিতীয় দফায় ১ জুলাই বাংলাদেশে আসবে আফগানিস্তান দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শুরু ৫ জুলাই। পরের দুই ম্যাচ ৮ ও ১১ জুলাই।
তারপরই টি-টুয়েন্টি মিশন। সিরিজ হবে সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুটি ম্যাচ ১৪ ও ১৬ জুলাই। তারপর ১৭ জুলাই বাংলাদেশ ছাড়বে আফগান দল। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফর করে আফগানিস্তান।
ওয়ানডে বিশ্বকাপের আগে দুই দলের দ্বিপক্ষীয় সিরিজ প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে। যদিও দুই দল সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে।
Discussion about this post