ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সুখবর মিলল। করোনাভাইরাস জয় করে বাসায় ফিরলেন সাবেক ক্রিকেটার ও কোচ আশিকুর রহমান। হাসপাতালে আট দিন চিকিৎসাধীন ছিলেন। ১২মে ভাইরাসে পজিটিভ হলে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। অবশেষে তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তবে এখন সবুজবাগে নিজ বাসায় ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে সাবেক এই ক্রিকেটারকে।
১২মে কাশি ও তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন আশিক। এরপর অবস্থার অবনতি হতে থাকলে কৃত্রিমভাবে অক্সিজেন দেয়া হয় তাকে।
গণমাধ্যমে সুখবর জানিয়ে আশিক বলেন, ‘দেখুন, করোনা জয় করতে মনোবল বেশ গুরুত্বপূর্ণ। মনের শক্তি বাড়ানোর উপায় হল ধ্যান। যখন অক্সিজেন চলত তখনও ধ্যান করতাম। এটি খুব কাজে দিয়েছে। যার ভেতরে ভয়, আতঙ্ক বেশি কাজ করবে তিনি ক্ষতিগ্রস্ত হবেন।’
চিকিৎসা নিয়ে বলেন, ‘হাসপাতালে কিছু আয়ুর্বেদিক চিকিৎসাও হয়েছে। এলাচ, দারুচিনি, কালিজিরা, লবঙ্গ, আদা কেটলির পানিতে ছেড়ে গরম করে খেয়েছি। এটিও খুব কাজে দিয়েছে।’
এর মধ্যে মুগদা হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ওয়ার্ডের দরজার সামনে দাঁড়িয়ে সবাইকে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, ধ্যান ও ইয়োগা করিয়েছেন তিনি। যা বেশ কাজে দিয়েছে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন আশিক। ছিলেন পেসার। বর্তমানে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগে অস্থায়ী কোচ। পাশাপাশি জাতীয় নারী ক্রিকেট দলের সহকারী কোচের দায়িত্বেও আছেন তিনি।
Discussion about this post