ওয়ানডে সিরিজে ৫-০ তে জয়ের পর তিনদিনের ম্যাচেও সেই চেনা দাপট বিসিবি হাইপারফম্যান্স একাদশের (এইচপি)। অস্ট্রেলিয়া সফরে নর্দান টেরোটরির আমন্ত্রিত একাদশের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নামে সফরকারীরা। তারপর একমাত্র তিনদিনের ম্যাচের ১ম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ৯০ ওভারে ৩১২ রান তুলে ১ম ইনিংস ঘোষণা করেছে এইচপি দল।
বৃহস্পতিবার দলের বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে ইরফান শুক্কর খেলেন ১০৪ রানের দুর্দান্ত এক অপরাজিত ইনিংস। সঙ্গে মেহেদী মারুফের ব্যাটে ৮৭ রান। এরই পথ ধরে শক্ত অবস্থানে পৌঁছে এইচপি দল।
অস্ট্রেলিয়ার ডারউইনের মারা ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বিসিবি এইচপি দল। ওপেনার লিটন দাস ১৩ রানে ফিরলেও দারুণ লড়ছিলেন মেহেদি মারুফ। কিন্তু সেঞ্চুরি থেকে মাত্র ১৩ রান দুরে থাকতে ফিরেন তিনি। ১৩৮ বলে এই রান করেন তিনি।
সাইফউদ্দিন ২৬ রানে ফিরেন। ইরফান ১৫ চারে ১০৪ রানের অসাধারন এক ইনিংস খেলেন।
রান পাননি এনামুল হক বিজয় ও নাজমুল হাসান শান্তও। বিজয় আউট ১৯ রানে। শান্ত ২৬ বল খেলে করেন ১৩ রান। স্থানীয় দলের হয়ে জে বিনক্স ও গ্রেগরি ২টি করে ও ম্যাক্কেল ১টি উইকেট নেন। ব্যাটসম্যানদের কাজ শেষ, এবার বোলারদের কিছু করে দেখানোর পালা।
Discussion about this post