আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে ঠিকই খেলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। টি-টেনেও আগ্রহের কমতি নেই তামিম ইকবালের। দ্বিতীয়বারের মতো আবুধাবির এই লিগে দেখা যেতে পারে বাংলাদেশের এই তারকা ক্রিকেটারকে।
আগামী নভেম্বরে শুরু হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে থাকছে তামিমের নাম। শুক্রবার এক টুইটে তামিমসহ আরও কয়েকজন ক্রিকেটারের নাম ড্রাফটে থাকার কথা নিশ্চিত করল টি-টেন লিগ কর্তৃপক্ষ।
টিন টেন আয়োজকরা জানিয়েছেন, ‘সত্যিকারের কিছু হার্ড হিটিংয়ের জন্য কে প্রস্তত? জেসন রয়, ডেভিড মালান, নাজিবউল্লাহ জাদরান, রিজা হেনড্রিকস, তামিম ইকবাল ও জেমস ভিন্স থাকছেন আবুধাবি টি-টেনের ষষ্ঠ আসরের ড্রাফটে।’
২৬ সেপ্টেম্বর টি-টেনের প্লেয়ার্স ড্রাফট। আগেই অন্যতম দল বাংলা টাইগার্স বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানকে আইকন খেলোয়াড় করেছে। দলটির অধিনায়কও সাকিব।
তামিম ইকবালের জন্য এটিই প্রথম টি-টেন নয়। ২০১৭ সালে উদ্বোধনী আসরে খেলেন পাখতুনসের হয়ে। শহীদ আফ্রিদির নেতৃত্বে সেমিফাইনালেও উঠেছিল সেই দলটি। প্রথম ম্যাচে তামিম ২৭ বলে করেন ৫৬। ৫ চার ও ৪ ছয়ে ঝড় তুলেন। তিন ম্যাচ খেলে বাঁহাতি ওপেনার ১৭৬.০৯ স্ট্রাইক রেটে ৮১ রান।
এবারের টি-টেন আবুধাবির মাঠে চলবে ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর। ১০ ওভারের এই আয়োজন জনপ্রিয় হয়ে উঠছে।
Discussion about this post