চলুন দেখে নেই ভারতীয় টেনিস তারকা সানিয় মির্জার অজানা ৬টি বিষয়-
১। সানিয়া মির্জার টেনিস চর্চা শুরু হয় মাত্র ৬ বছর বয়সে। তার প্রথম কোচ বাবা ইমরান মির্জা। মেয়ের প্রতিভার সন্ধান পেয়েছিলেন। আর সেজন্য সাংবাদিকতা ছেড়ে মনোযোগী হন মেয়ের ক্যারিয়ার গঠনে।
২। সানিয়ার যে একটা ডক্টরেট ডিগ্রি আছে সেটা জানা নেই অনেকের। সম্মানসূচক ঐ ডিগ্রিটি তাকে দিয়েছিল চেন্নাইয়ের এমজিআর এডুকেশনাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট ইউনিভার্সিটি।
৩। সানিয়ার বেশিরভাগ ব্যাপারগুলোই ছিল টেনিসকেন্দ্রীক। এই যেমন প্রথম ক্রাশ খেয়েছিলেন রাশিয়ান টেনিস তারকা মারাত সাফিনের উপর।
৪। সানিয়ার পোশাকের ব্যাপারে ২০১০ সালে একবার আপত্তি উঠেছিল। কোর্টে অনেকটা ‘খোলামেলা’ পোশাক পরে নেমেছেন এই অভিযোগে তার বিরুদ্ধে ফতোয়াও জারি করে মৌলবাদীরা। এই ঘটনা তার মনে দাগ কাটে। সিদ্ধান্ত নেন আর কোনোদিন ভারতের মাটিতে খেলতে নামবেন না।
৫। সানিয়াকে আমরা পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী হিসেবেই চিনি। ২০১০ সালে বিয়ে করেন তারা। কিন্তু এর বছরখানেক আগে ছোটবেলার বন্ধু ও ধনকুবের ব্যবসায়ী সোহরাব মির্জার সঙ্গে বাগদান হয়েছিল তার। কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা আর হয়নি। কেন হয়নি সেটা অবশ্য এখনো রহস্যই থেকে গেছে।
৬। যে বছরে শোয়েব মালিককে বিয়ে করলেন সেই বছরই গুগুলে সবচেয়ে বেশি খোঁজা মানুষদের মধ্যে শীর্ষে ছিলেন তিনি।
Discussion about this post