পিএসএলে শুরুটা বেশ হয়েছিল সাকিব আল হাসানের। আগের দিনের ভ্রমণের ক্লান্তি উড়িয়ে দিয়ে ব্যাটে-বলে রীতিমতো ঝড় তুলেছিলেন তিনি। তার ম্যাজিকেই লাহোর কালান্দার্সের বিপক্ষে জিতেছিল করাচি কিংস। সেই দলটিই রোববার হোচট খেল। তাদের অনায়াসেই ৮ উইকেটে হারাল কোয়েটা গ্লাডিয়েটরস। মুশফিককে অবশ্য এদিনও মাঠে দেখা যায়নি।
ম্যাচে ব্যাট-বল দুটোই তেমন কিছু করতে পারেন নি সাকিব। প্রথমে ব্যাটে আসে ১৭ রান। এরপর বল হাতে ৪ ওভারে ৪৩ রান দিয়ে নেন ১ উইকেট।
অথচ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম ম্যাচটা স্বপ্নের মতো কেটেছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। ৩৪ বলে ৩ বাউন্ডারি ৩ ছক্কায় ৫১ রানের টর্নেডো ইনিংস খেলেন। সঙ্গে ১ উইকেট নিয়ে তিনিই ম্যাচসেরা।
অন্যদিকে প্রথম ম্যাচটা ভাল কেটেছে তামিম ইকবালেরও। পেশোয়ার জালমির হয়ে এই টাইগার ব্যাটসম্যান করেছেন ৫১ বলে ৫১ রান। দলও পায় দারুণ জয়।
অন্যদিকে পিএসএল ইতিহাসের প্রথম হ্যাটট্রিক করেছেন শনিবার মোহাম্মদ আমির। করাচির এই পেসার পরপর তিন বলে তুলে নেন উইকেট।
Discussion about this post