ক্যারিয়ারে তেমন স্বস্তিতে নেই তিনি। বোলিং অ্যাকশনে ত্রুটির কারণে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ। এরপর মাঠে চলছে নিজেকে শুদ্ধ প্রমাণের লড়াই। আসছে মাসে আইসিসির ল্যাবে পরীক্ষা দেয়ার কথাও রয়েছে আরাফাত সানির। কিন্তু এরইমধ্যে দুঃসংবাদ। বোলিং অ্যাকশন পুনর্বাসনের শেষ ধাপে থাকা বাংলাদেশ জাতীয় দলের এই স্পিনারের বাবা হঠাৎ করেই চলে গেলেন না ফেরার দেশে। গত শনিবার রাতে বাবা হারিয়েছেন সানি।
এই ক্রিকেটারের বাবা আব্দুর রহিম শনিবার মধ্যরাতে মারা গেছেন। ৬০ বছর বয়সী আব্দুর রহিম ডায়াবেটিসজনিত সমস্যা ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
পারিবারিক সুত্রের তথ্য, রাত একটার দিকে সুগার কমে যাওয়া এবং গ্যাস্ট্রিকজনিত সমস্যা হঠাৎ বেড়ে যাওয়ায় শারীরিক অবস্থার অবনতি হয় সানির বাবার। এরপরই হাসপাতালে নেওয়ার উদ্যােগ নেয়া হয়। কিন্তু পথেই আনুমানিক দেড়টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মৃত্যুকালে সনি ছাড়াও আরো এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন আব্দুর রহিম।
Discussion about this post