দশ মাস পর আবারো ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। রোববার মিরপুরের হোম অব ক্রিকেটে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। ঘরের মাঠে টানা পাঁচটি সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে নামবে মাশরাফি বিন মর্তুজার দল।
এতো দিন পর মাঠে ফিরলেও দুশ্চিন্তায় নেই মাশরাফি বিন মুর্তজা। টাইগার অধিনায়ক বলছিলেন, ‘মাঠে নামলেই পুরনো ছন্দ ফিরে পাবে বাংলাদেশ।’ ‘
রোববারের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মাশরাফির বলছিলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে আমরা আক্রমণাত্মক ক্রিকেটই খেলব। সর্বশেষ সিরিজগুলোতেও আমরা যে ছন্দে খেলেছি, সেভাবেই খেলে যাবো। তবে ম্যাচের পরিস্থিতির কারণে অনেক সময় খেলার ধরণ পাল্টে ফেলতে হয়। সেটার কথাও মাথায় থাকবে।’
ঘরের মাঠে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে টানা ওয়ানডে সিরিজ জয়ের পরও অবম্য আফগানদের হালকা করে দেখছেন না ম্যাশ। বললেন, ‘খেলোয়াড়ি দিক থেকে আমাদের এটাকে কঠিন সিরিজই ভাবা উচিত। তবে আমরা কঠোর অনুশীলন করে নিজেদের প্রস্তুত করেছি।’
তাসকিন দলে ফেরায় খুশি ম্যাশ। বললেন, ‘তার (তাসকিনের) ফেরাটা অবশ্যই আমাদের ক্রিকেটের জন্য ভালো খবর। সে প্রমাণ করেই ফিরেছে। আন্তর্জাতিক ক্রিকেট সে যেখান থেকে শেষ করেছিল, আশা রাখি ঠিক সেই জায়গা থেকেই আবারও শুরু করবে।’
মিরপুরে প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়। পরের দুটি ওয়ানডে ম্যাচ ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। সবগুলো দিবা-রাত্রির ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে।
Discussion about this post