এমন একটা খবরের অপেক্ষাতেই ছিল গোটা বাংলাদেশ। শুক্রবার ছুটির দিনে বিকেল গড়াতেই ব্রিসবেন থেকে উড়ে এলো সুখবর। তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশন বৈধ। ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের গবেষণাগার থেকে পরীক্ষায় পাশ করলেন বাংলাদেশ ক্রিকেট দলের এই দুই তারকা। তাসকিন-সানি মুক্ত!
শুক্রবার বিকেলে আইসিসি এই খবরটি নিশ্চিত করেছে।
প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহেকে পাশে নিয়ে ৮ সেপ্টেম্বর পরীক্ষা দিতে গিয়েছিলেন তাসকিন এবং সানি। ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ল্যাবে দু’জন পরীক্ষা দিয়ে ফিরে আসেন দেশে। ফলাফলের অপেক্ষায় থেকেছেন দুজন। তার অপেক্ষা শেষ হল এবার।
গত বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে তাসকিনকে ছাড়া ১৩ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু তখন জানান, আফগান সিরিজ শুরু হওয়ার আগে নিষেধাজ্ঞামুক্ত হলে তাসকিন ওয়ানডে দলে ১৪তম সদস্য হিসেবে জায়গা পাবেন। সেই হিসেবে আফগান সিরিজেই মাঠে দেখা যেতে পারে এই পেসারকে।
তবে স্পিনার আরাফাত সানি অক্টোবরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরতে পারেন।
চলতি বছর ভারতে অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর চলাকালে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশের দুই বোলার পেসার তাসকিন ও স্পিনার সানি। তারপর থেকেই বোলিং অ্যাকশন শোধরাতে দেশীয় কোচের অধীনে কাজ করেন তারা। সানি ১২ মার্চ ও তাসকিন ১৫ মার্চের সেই পরীক্ষায় নিজেদের বোলিং অ্যাকশনের শুদ্ধতা প্রমাণ করতে পারেননি।
তবে এবার পরীক্ষায় পাশ করে নিষেধাজ্ঞা কাটাল।
Discussion about this post