ওয়ানডে সিরিজে ১-৪ ম্যাচে হারের ধাক্কা টি-টুয়েন্টিতে সামলে নিল ভারত। এবার ২০ ওভারের ক্রিকেটে ঝড় তুললেন ভারতের ক্রিকেটাররা। তাইতো এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ জিতে নিল মহেন্দ্র সিং ধোনির দল। শুক্রবার দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা জিতে ২৭ রানে।
এই ম্যাচে ৬ পরিবর্তন নিয়ে খেলতে নামে অজিরা। খেলেন নি স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, ট্রেভিস হেড, ক্যামেরন বয়েস, শন টেইট এবং কেন রিচার্ডসন।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ভারত। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে তুলে ১৮৪ রান।
শিখর ধাওয়ান-রোহিত শর্মার উদ্বোধনী জুটিই বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। ৯৭ রান করেন দুজন। ধাওয়ান ৪২ আর রোহিতের ব্যাটে ৬০ রান। খেলেন মাত্র ৪৭ বল।
৩৩ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন কোহলি।
এরপর জবাব দিতে নেমে ৮ উইকেটে ১৫৭ রান তুলে অজিরা। অ্যারন ফ্রিঞ্চ করেন ৭৪ রান।
Discussion about this post