ম্যাচটি ছিল অলিখিত ফাইনাল। জিতলেই এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্বের টিকিট। তেমন একটা ম্যাচে সেই পুরনো দাপটই ধরে রেখেছে বাংলাদেশের মেয়েরা। শক্তিশালী চাইনিজ তাইপেকে উড়িয়ে দিয়ে সেই লক্ষ্য পূরন করে নিল তারা। শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সফরকারী দলকে ৪-২ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশের মেয়েরা।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে শনিবার সন্ধ্যায় ম্যাচে অবশ্য শুরুতে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। পরে অবশ্য ২৭তম মিনিটে জাহানারা পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান। ৩৮তম মিনিটে ফের পেনাল্টি পেয়ে যায় বাংলাদেশের মেয়েরা। এবারো সেই জাহানারার গোল। ৫৫তম মিনিটে তৃতীয় গোলটি করে বাংলাদেশের কৃষ্ণা রাণী সরকার।
৭৯তম মিনিটে মার্জিয়ার গোল (৪-১) জয় নিশ্চিত করে। শেষ মুহুর্তে অবশ্য প্রতিপক্ষ একটি গোল শোধ করেছিল। কিন্তু হাসিমুখেই মাঠ ছেড়েছে বাংলার কিশোরীরা।
এর আগে এই টুর্নামেন্টে শক্তিশালী ইরানকে ৩-০, সিঙ্গাপুরকে ৫-০ এবং কিরগিজস্তানকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ দুর্বল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে নামবে বাংলাদেশের মেয়েরা।
Discussion about this post