সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ মানেই যেন ছিল বাংলাদেশের জয়। তাদের টানা পাঁচটি আন্তর্জাতিক ম্যাচে তাদের হারিয়েছে বাংলাদেশ। সর্বশেষ এশিয়া কাপেও শহীদ আফ্রিদির দলকে হারিয়েছেন তারা। কিন্তু এবার সেই ধারাবাহিকতায় পতন! টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের নিজেদের প্রথম ম্যাচে ৫৫ রানে হেরেছে টাইগাররা।
বুধবার পাকিস্তান টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে তুলে ২০২ রান। জবাব দিতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলে বাংলাদেশ।
জিততে হলে রীতিমতো রেকর্ডই গড়তে হতো বাংলাদেশকে। কিন্তু কোন রান না করে শুরুতেই সাজঘরের পথ ধরেন সৌম্য সরকার। এরপর সেই ব্যর্থতা অন্যরাও অনুসরন করে গেছেন। শুধু একটু প্রতিরোধ গড়তে চেস্টা করেছিলেন সাব্বির রহমান। ১৯ বলে ২৫ রান করে শহিদ আফ্রিদির বলে বোল্ড হন তিনি।
রানরেটের দিকে তাকিয়ে দ্রুত রান তুলতে চাইছিলেন তামিম ইকবাল। কিন্তু ২০ বলে ২৪ রান করে ফিরে যান তিনি। মাহমুদউল্লাহ করেন মাত্র ৪ রান। দুঃসময়ের মধ্য দিয়ে যাওয়া মুশফিকর রহিম ২১ বল খেলে করেন ১৮ রান।
ইডেনের ব্যাটিং স্বর্গে পাকিস্তানের ব্যাটসম্যানদের সুবিধা করে দিয়েছেন বোলাররা। তাদের বাজে বোলিংয়ের সুফলটাই পেয়েছে পাক ব্যাটসম্যানরা।
কলকাতার ইডেন গার্ডেন্সে এদিন দলের সেরা পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে খেলতে নামে বাংলাদেশ। অবশ্য শুরুটা ভালই হয়েছিল। সার্জিল খানকে ১৮ রানে ফেরত পাঠান বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে আসা আরাফাত সানি।
তারপর অবশ্য বাংলাদেশের বাজে বোলিংয়ের ফায়দা নিয়েছে পাকিস্তান। ৪২ বলে ৬৪ রান করেন হাফিজ। ১৯ বলে ৪৯ রানের ঝড় তুলেন অধিনায়ক শহীদ আফ্রিদি। ৯ বলে ১৫ রানে অপরাজিত ছিলেন শোয়েব মালিক।
আরাফাত সানি ও তাসকিন আহমেদ ২টি করে উইকেট নিয়েছেন। অন্য উইকেটটি সাব্বিরের।
Discussion about this post