বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের একাদশে জায়গা হচ্ছে না তার। তবে হাল ছাড়তে নারাজ নাসির হোসেন। ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। তারই একটা বড় ধাপে দাড়িয়ে এই অলরাউন্ডার। মঙ্গলবার বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে ইংল্যান্ড। সেই ম্যাচে আছেন নাসির।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে নামবে বিসিবি একাদশ। এ ম্যাচে থাকছেন সৌম্য সরকারও। যিনি এখন রানে নেই। আফগানদের সঙ্গে সদ্য শেষ হওয়া সিরিজে করছেন, ০, ২০ ও ১১ রান! সৌম্যর জন্য ফর্মে ফেরার ম্যাচ হতে পারে এটি।
ইমরুল কায়েসেকেও রাখা হয়েছে ইংলিশদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে। তার জন্যও এটি ফেরার লড়াই। বিসিবি একাদশ ও ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলে থাকা চারজনের বাকিজন পেসার আল আমিন হোসেন।
৭ অক্টোবর ইংল্যান্ডের সঙ্গে আসল লড়াই টাইগারদের। সিরিজের প্রথম ওয়ানডে মিরপুরে।
বিসিবি একাদশ:
ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নাসির হোসেন, শুভাগত হোম চৌধুরী, আল আমিন জুনিয়র, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আলাউদ্দিন বাবু, আল আমিন হোসেন, এবাদত হোসেন ও আলি আহমেদ মানিক।
Discussion about this post