বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন শেষ হওয়ার পর নতুন পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণের পর থেকেই সবচেয়ে আলোচনায় রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসরটি নির্ধারিত সময়েই, আগামী ডিসেম্বর-জানুয়ারিতে আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। নতুন কমিটির প্রথম সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের সদস্য সচিবের দায়িত্ব পাওয়া ইফতেখার রহমান মিঠু।
বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধানের দায়িত্ব নিজের কাছেই রেখেছেন নবনির্বাচিত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে টুর্নামেন্ট শুরুর নির্ধারিত সময়ের আগে হাতে এখনো মাত্র দুই মাস। কিন্তু এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হয়নি, ফলে অনেকেই বিপিএল আয়োজনে সময় সংকট ও প্রস্তুতির ঘাটতি নিয়ে শঙ্কা প্রকাশ করছেন।
ঘোষণার পর থেকেই বিপিএল আয়োজনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজি-র হাতে। তবে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি চোখে পড়েনি। এ নিয়েই ক্রিকেট মহলে শুরু হয়েছে নতুন করে আলোচনা। তবু বিসিবির পক্ষ থেকে আশাবাদী বার্তা দিয়েছেন গ্রাউন্ডস কমিটির সদস্য ও বাংলাদেশ টাইগার্স কমিটির চেয়ারম্যান রাহাত শামস।
আজ বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে রাহাত শামস বলেন, ‘এখন চেষ্টার ত্রুটি থাকবে না, সেইটা বলতে পারছি। এখানে যারা কমিটিতে আছেন বা বোর্ডে আছেন তাদের তরফ থেকে। আর বিপিএলের যে গভর্নিং কমিটি হয়েছে, উনারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আগাবে, আমাদের যতটুকু সহায়তা লাগে আমরাও সবাই মিলে থাকব।’
তিনি আরও বলেন, ‘বিপিএল নিয়ে যে আলোচনা, সেটা হলো বিপিএলটা হবে এবং তা করার জন্য আমাদের প্রেসিডেন্টের নেতৃত্বে যে গভর্নিং বডি গঠিত হয়েছে, উনারা বাকি অংশ কাজ করে যথাসময়ে আমাদের জানাবেন।’
গত আসরে তাড়াহুড়ো করে বিপিএল আয়োজন করতে গিয়ে বিসিবি নানা বিতর্কে জড়িয়ে পড়ে। ফ্র্যাঞ্চাইজি নির্বাচন থেকে শুরু করে আর্থিক অনিয়ম-সবই তৈরি করেছিল এক বিশৃঙ্খল পরিস্থিতি। এমনকি কিছু ফ্র্যাঞ্চাইজি তখন হোটেল ভাড়াও পরিশোধ করতে পারেনি, খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিকও ঝুলে ছিল দীর্ঘদিন। সেই অভিজ্ঞতা থেকেই এবার বিসিবি কিছুটা সতর্ক থাকতে চায়।
দীর্ঘদিন নীরব থাকার পর নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পরই আবারও সচল হয়েছে বিপিএল প্রস্তুতির আলোচনা। পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, বিসিবি নতুন গঠনকৃত গভর্নিং কাউন্সিলের নেতৃত্বে এবার সময়মতো ও সুশৃঙ্খলভাবে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনায় আছে।
সবশেষে রাহাত শামসের কথাতেই ধরা পড়ে বিসিবির সংকল্প,‘বিপিএল নির্ধারিত সময়েই হবে, চেষ্টার কোনো ঘাটতি থাকবে না।’
Discussion about this post