ক্রিকেট বোর্ড থেকে অনুমতি মিলেছে। নিষেধাজ্ঞা শেষে এখন হোম অব ক্রিকেটেও প্রবেশের অধিকার পেলেন। পেলেন সেখানে অনুশীলনের সুযোগ। তিন বছর বেশি সময় পর মিরপুর ইনডোরে দেখা গেল মোহাম্মদ আশরাফুলকে। সঙ্গে ব্যাট-প্যাড, হাতে গ্লাভস। নেটে একটানা অনুশীলন করলেন বৃহস্পতিবার বেশ খানিকটা সময়।
গত ১৩ আগস্ট তিন বছরের নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে ফেরেন আশরাফুল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরে ২০১৩ সালে ফিক্সিং জড়িয়ে তিন বছর আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ অ্যাশ। ৬১ টেস্ট ও ১৭৭ ওয়ানডে খেলা এই ক্রিকেটার মাঝের সময়টাতে ফেরার জন্য লড়াই চালিয়ে গেছেন।
মিরপুরে বৃহস্পতিবার নেট অনুশীলনের ফাঁকে আশরাফুল সংবাদ মাধ্যমকে জানান, ‘ওয়াহিদ স্যার ও সারোয়ার ইমরান স্যারের কাছে শেষ তিন বছর কিন্তু আমি নিজে নিজে অনুশীলন করেছি । ক্রিকেট বোর্ডের অধীনে মিরপুরে অনুশীলন করতে পারিনি। এখন সে সুযোগ পেয়েছি, তা কাজে লাগাতে চাই।’
সময়ের কাটা বলছে তিন বছর পাঁচ মাস আগে মিরপুরে অনুশীলন করেছিলেন টেস্ট ইতিহাসের সর্ব কনিষ্ট সেঞ্চুরিয়ান। এনিয়ে আশরাফুল বললেন, ‘তিন বছর পাঁচ মাস পর নেটে ফিরে খুব ভালো লাগছে। আশা করি বাকি জীবনটা যেন ভালোভাবে কাটাতে পারি।’
২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচ পাতানোয় অভিযোগে আট বছরের নিষেধাজ্ঞা দেয়া হয় আশরাফুলকে। এক পর্যায়ে নিষেধাজ্ঞার মেয়াদ কমে দাঁড়ায় পাঁচ বছরে। এর মধ্যে দুই বছর স্থগিত নিষেধাজ্ঞা হওয়ায় শাস্তি কমে দাড়ায় তিন বছর।
Discussion about this post