বাংলাদেশের এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরটা ভুলে যেতে চাইবেন মুশফিকুর রহীমরা। প্রথমে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ। এবার সেই ধারাবাহিকতা টেস্টেও। হার আর হার! তারইমধ্যে সেঞ্চুরি পেলেন এনামুল হক আর মুশফিকুর রহীম। ফর্মে ফিরলেন তামিম ইকবাল। তামিম ২ টেস্টে করেছেন ১৬৬ রান। গড় ৪১.৫০।
সেই সফরের বাংলাদেশের ফলগুলোতে চলুন এক নজরে চোখ বুলিয়ে নেই-
প্রথম টেস্ট (কিংসটন)
ওয়েস্ট ইন্ডিজ : প্রথম ইনিংস ৪৮৪/৭ ডি. ও দ্বিতীয় ইনিংস ১৩/০।
বাংলাদেশ : প্রথম ইনিংস ১৮২/১০ ও দ্বিতীয় ইনিংস ৩১৪/১০ (ফলোঅন)।
ফল : ওয়েস্ট ইন্ডিজ ১০ উইকেটে জয়ী।
দ্বিতীয় টেস্ট (সেন্ট লুসিয়া)
ওয়েস্ট ইন্ডিজ : প্রথম ইনিংস ৩৮০/১০ ও দ্বিতীয় ইনিংস ২৬৯/৪ ডি.।
বাংলাদেশ : প্রথম ইনিংস ১৬১/১০ ও দ্বিতীয় ইনিংস ১৯২/১০ (টার্গেট ৪৮৯)।
ফল : ওয়েস্ট ইন্ডিজ ২৯৬ রানে জয়ী।
টি-টুয়েন্টি (বাসেতেরে) : ম্যাচ পরিত্যক্ত।
প্রথম ওয়ানডে
বাংলাদেশ : ২১৭/৯ (৫০ ওভার) ও ওয়েস্ট ইন্ডিজ : ২১৯/৭ (৩৯.৪ ওভার)।
ফল : ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে জয়ী।
দ্বিতীয় ওয়ানডে
ওয়েস্ট ইন্ডিজ : ২৪৭/৭ (৫০ ওভার) ও বাংলাদেশ : ৭০/১০ (২৪.৪ ওভার)।
ফল : ওয়েস্ট ইন্ডিজ ১৭৭ রানে জয়ী।
তৃতীয় ওয়ানডে
ওয়েস্ট ইন্ডিজ : ৩৩৮/৭ (৫০ ওভার) ও বাংলাদেশ : ২৪৭/৮ (৫০ ওভার)।
ফল : ওয়েস্ট ইন্ডিজ ৯১ রানে জয়ী।
Discussion about this post