বিপিএলের এবারের আসর শুরুর আগেই বিভিন্ন কারণে আলোচনায় উঠে এসেছে চট্টগ্রাম রয়্যালস। নিলামের সময় সর্বোচ্চ অর্থ ব্যয় করে দল গঠন করলেও নিলামের পর দীর্ঘ সময় ধরে কোনো বিদেশি ক্রিকেটার দলে ভেড়ানোর ঘোষণা না দেওয়ায় কৌতূহল তৈরি হয়েছিল।
অন্য দলগুলো যখন একের পর এক বিদেশি খেলোয়াড় চুক্তিবদ্ধ করছিল, তখন চট্টগ্রামের নীরবতা ঘিরে নানা প্রশ্ন উঠছিল। অবশেষে সেই নীরবতা ভেঙে বড় চমক নিয়ে হাজির হয়েছে বন্দরনগরীর দলটি।
চট্টগ্রাম রয়্যালস দলে নিয়েছে আয়ারল্যান্ডের অভিজ্ঞ ওপেনার ও অধিনায়ক পল স্টার্লিং এবং শ্রীলঙ্কার তারকা ব্যাটার চারিথ আসালঙ্কাকে। এর আগে বিপিএলে খেলা পল স্টার্লিং তিন মৌসুমে ২২ ম্যাচে ১৪৫.৭২ স্ট্রাইক রেটে ৪৪৩ রান করেন। পিএসএল, এসএ-২০, আইএলটি-২০ ও সিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা থাকা এই ব্যাটার টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৮৪ ম্যাচে ১৪১.৩৭ স্ট্রাইক রেটে ৮৯৭৭ রান করেছেন, যেখানে রয়েছে ৫৬টি অর্ধশতক ও ৩টি শতক।
অন্যদিকে আইপিএলে দল পেলেও কখনো মাঠে নামার সুযোগ না পাওয়া চারিথ আসালঙ্কা এবারই প্রথম বিপিএলে খেলতে যাচ্ছেন। শ্রীলঙ্কার হয়ে ৭০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি ১২৬.৩৫ স্ট্রাইক রেটে ১৩৫৭ রান করেছেন। তবে বিপিএলের মাঝপথে শ্রীলঙ্কা-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ থাকায় তাকে পুরো সময় পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
বিদেশিদের মধ্যে চট্টগ্রাম রয়্যালসে আরও আছেন আবরার আহমেদ ও নিরোশান ডিকভেলা। দেশি ক্রিকেটারদের মধ্যে নিলামে কোটি টাকার বেশি দামে দলে নেওয়া নাঈম শেখ, মেহেদী হাসান, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের মতো পরিচিত নাম রয়েছে। ২৬ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে শুরু হতে যাওয়া বিপিএলে শক্তিশালী দল হিসেবে মাঠে নামতে প্রস্তুত চট্টগ্রাম রয়্যালস।










Discussion about this post