দুঃস্বপ্নের হার!
ঠিক তাই, এটা তো দুঃস্বপ্নের মতোই একটা ব্যাপার। যেখানে নেদারল্যান্ডসের বিপক্ষে একটা নিশ্চিত জয়ের স্বপ্ন নিয়ে গিয়েছিল বাংলাদেশ, সেখানে কীনা বড় এক হার!
শেষটাতে এসে শুধু তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। নবম উইকেট জুটিতে তারা দুজন তুলেন ৫১ বলে ২৯ রান। ১৪২ রানের মাথায় মুস্তাফিজ ৩৫ বলে ২ চার ও ১ ছক্কায় ২০ রান করে আউট। তারপর তাসকিন ১১ রানে ফিরলে ১৪২ রানে অলআউট হয় বাংলাদেশ।
ইডেন গার্ডেনে বিশ্বকাপের এই ম্যাচে নেদারল্যান্ডস পেয়ে গেল ৮৭ রানের দারুণ এক জয়। বিশ্বকাপে এটি তাদের দ্বিতীয় জয়। এর আগে দারুণ ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল তারা।
অথচ লক্ষ্য তেমন বড় ছিল না। ব্যাটসম্যানদের হতাশাজনক প্রদর্শনীতে সবশেষ! নেদারল্যান্ডসের করা ২২৯ রানের জবাবে বাংলাদেশ গুটিয়ে গেছে ১৪২ রানে। ডাচরা জিতল ৮৭ রানে।
চলতি আসরে ছয় ম্যাচে বাংলাদেশ দেখল টানা পঞ্চম হার। রান তাড়ায় বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন মেহেদী হাসান মিরাজ। মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে আসে ২০ রান।
ডাচদের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন পল ফোন মেকেরেন। তিনিই ম্যাচের সেরা!
সংক্ষিপ্ত স্কোর-
নেদারল্যান্ডস: ৫০ ওভারে ২২৯ (ভিক্রাম ৩, ও’ডাওড ০, বারেসি ৪১, আকারম্যান ১৫, এডওয়ার্ডস ৬৮, ডে লেডে ১৭, এঙ্গেলব্রেশট ৩৫, ফন বিক ২৩*, শারিজ ৬, আরিয়ান ৯, মেকেরেন ০; শরিফুল ১০-০-৫১-২, তাসকিন ৯-১-৪৩-২, সাকিব ১০-১-৩৭-১, মিরাজ ৪-১-১৭-০, মুস্তাফিজ ১৯-১-৩৬-২, মেহেদি ৭-০-৪০-২)
বাংলাদেশ: ৪২.২ ওভারে ১৪২ (লিটন ৩, তানজিদ ১৫, মিরাজ ৩৫, শান্ত ৯, সাকিব ৫, মুশফিক ১, মাহমুদউল্লাহ ২০, মেহেদি ১৭, তাসকিন ১১, মুস্তাফিজ ২০, শরিফুল ০*; আরিয়ান ১০-৩-২৬-১, ফন বিক ৯-১-৩০-১, আকারম্যান ৭-১-২৫-১, ফন মেকেরেন ৭.২-০-২৩-৪, ডে লেডে ৭-০-২৫-২, শারিজ ২-০-১৩-০)
ফল: নেদারল্যান্ডস ৮৭ রানে জয়ী
Discussion about this post