জয়ের ছন্দে ফিরল লিজেন্ডস অব রূপগঞ্জও। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার লিগের দ্বিতীয় ম্যাচেই সেই চেনা দাপট। ফের জয়ের আনন্দে উড়ল মাশরাফি বিন মর্তুজার দল। সুপার লিগের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে রূপগঞ্জ।
গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে তানবীর হায়দারের ঘূর্ণিজাদু সঙ্গে অলরাউন্ডার চিরাগ জানির দাপুটে ব্যাটিংয়ে লিজেন্ডসরা জয় নিয়ে মাঠ ছাড়ে। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গাজী গ্রুপের মুখোমুখি হয় লিজেন্ডসরা। টস হেরে ব্যাটিং করতে নেমে গাজী গ্রুপ তুলে ৯ উইকেটে ২৬৫ রান। জবাবে নেমে ১৭ বল হাতে রেখে ৪ উইকেটে জয়ের বন্দরে পা রাখে মাশরাফির রূপগঞ্জ।
রূপগঞ্জের হয়ে ৮১ রান করেন চিরাগ জানি। এই ভারতীয় রিক্রুট ৭৩ বলে ৭টি চার ও ২টি ছয়ে খেলেন দেখার মতো এক ইনিংস। ফিফটি করেন পারভেজ হোসেন। ৫৪ বলে ৫টি চার ও ৪টি ছয়ের মারে ৫৭ রান তুলেন তিনি। মুনিম শাহরিয়ার ২৪, ইরফান শুক্কুর ২৩ আর মুক্তার আলির ব্যাটে ২০ রান।
১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে মাশরাফি বিন মুর্তজার লিজেন্ডস অব রূপগঞ্জ। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
দারুণ বোলিংয়ে ৩৭ রানে ৪ উইকেট এরপর ১৯ রানের অপরাজিত ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার তানবীরের। চিরাগ জানি ১ উইকেট নিয়েছেন আর করেছেন ৮১ রান।
সংক্ষিপ্ত স্কোর-
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৫০ ওভারে ২৬৫/৯ (হাবিবুর ৩, অমিত ৭, ফরহাদ ৭৭, মেহেরব ৭৭, আকবর ৯, মাহমুদুল ৮, শাকিল ১১, এনামুল ৪৯, টিপু ৪, জয় ১৪, মহিউদ্দিন ০; চিরাগ ১০-১-৪৩-১, আল আমিন ৬-০-২৫-২, মুক্তার ৬-০-২১-১, মাশরাফি ৯-০-৬৫-০, নাঈম ৫-০-২৯-০, সোহাগ ৫-০-৩০-০, সাব্বির ১-০-১৩-০, তানবীর ৮-১-৩৭-৪)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৪৭.১ ওভারে ২৬৯/৬ (মুনিম ২৪, পারভেজ ৫৭, সাব্বির ১৪, ইরফান ২৩, চিরাগ ৮১, মুক্তার ২০, তানবীর ১৯, সোহাগ ১৩; জয়নুল ৮-০-৩৯-১, এনামুল ১০-০-৪৫-১, মহিউদ্দিন ৯-০-৬৪-১, টিপু ১০-০-৪১-২, মাহমুদুল ৯-০-৬৩-২, মেহেরব ১-০-৭-০, হাবিবুর ০.১-০-৪-০)
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: তানবীর হায়দার
#####################################
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে জাতীয় দল থেকে বাদ পড়েন আফিফ হোসেন ধ্রুব। তারপর থেকেই মনোযোগ দিয়েছেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল)। ছন্দেই আছেন এই তরুণ ক্রিকেটার। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে লিস্ট এ ক্রিকেটে প্রথম সেঞ্চুরির কীর্তি গড়লেন আবাহনী লিমিটেডের এ বাঁহাতি ব্যাটসম্যান।
বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে সুপার লিগের দ্বিতীয় রাউন্ডে ৪২ রানে জিতেছে আবাহনী। ২৮৬ রানের লক্ষ্যে ২৬ বল আগেই ২৪৩ রানে অলআউট প্রাইম ব্যাংক। ১৩ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল আবাহনী। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্রাইম ব্যাংক চার নম্বরে।
আফিফ চার নম্বরে নেমে খেলেন অপরাজিত ১১১ রানের ইনিংস। ম্যাচের সেরা তিনিই!
সংক্ষিপ্ত স্কোর-
আবাহনী লিমিটেড: ৫০ ওভারে ২৮৫/৫ (এনামুল ৩১, নাঈম ২৬, জয় ১৯, আফিফ ১১১, মোসাদ্দেক ৬৭, খুশদিল ১২, জাকের ১১; শেখ মেহেদি ১০-০-৬২-২, রুবেল ৯-১-৭২-০, রাজা ৬-০-৪৮-১, কাশিফ ১০-২-৩৯-২, নাসির ১০-০-২৬-০, অলক ৪-০-২৩-০, আল আমিন ১-০-১১-০)
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৪৫.৪ ওভারে ২৪৩/১০ (শাহাদাত ৫, জাকির ৫১, প্রান্তিক ৫৭, মিঠুন ১৬, নাসির ০, আল আমিন ৮, শেখ মেহেদি ২৬, অলক ৪০*, কাশিফ ২৬, রাজা ১, রুবেল ১; রিপন ৬-০-৩২-১, তানজিম ৮-০-৪৯-১, মোসাদ্দেক ৫-০-২৫-০, রিশাদ ৭-০-৪৩-০, তানভির ১০-০-৪৩-১, খুসদিল ৯.৪-০-৪৯-৬)
ফল: আবাহনী লিমিটেড ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: আফিফ হোসেন
######################
শেখ জামাল ধানমন্ডি ক্লাব ফিরল ছন্দে। বৃহস্পতিবার ডিপিএল সুপার লিগের আরেক ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারাল তারা। বিকেএসপির তিন নম্বর মাঠে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৮৫ রানে জিতল শেখ জামাল। বৃষ্টিতে ৪৭ ওভারে নেমে আসা ম্যাচে ৪ উইকেটে ২৫৯ রান করে তারা। ডাকওয়ার্থ লুইস-স্টার্ন পদ্ধতিতে মোহামেডানের টার্গেট দাঁড়ায় ২৭৭ রান। এরপর ১৯১ রানে অলআউট মতিঝিলের দলটি।
মোহামেডান ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সুপার লিগের টেবিলে সবার নিচে। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে শেখ জামাল।
সংক্ষিপ্ত স্কোর-
শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড: ৪৭ ওভারে ২৫৯/৪ (সাইফ ২৫, সৈকত ৫০, ফজলে ৯৩, সোহান ৭০, জিয়াউর ৭; কামিন্দু ৭-০-৪৫-২, শুভাগত ৯-০-৪৫-০, সৌম্য ৪-০-৪৪-১)
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ৪০.৫ ওভারে ১৯১/১০ (ইমরুল ৩৩, আরিফুল ০, মাহিদুল ১৬, সৌম্য ২২, মাহমুদউল্লাহ ৪০, কামিন্দু ১৬, আরিফুল ৩২, শুভাগত ০, মুশফিক ৪, এনামুল ১১, নাজমুল ৯*; শফিকুল ৪-০-৩৫-০, রসুল ১০-২-২৫-২, আরিফ ১০-০-৩৫-৩, শহিদুল ৪-০-৯-১, তাইবুল ৩.৫-১-২৪-৪)
ফল: শেখ জামাল ধানমন্ডি ক্লাব ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৮৫ রানে জয়ী
ম্যাচসেরা: ফজলে মাহমুদ
Discussion about this post