উত্তেজনা ছড়িয়েছিল ম্যাচে। মিরপুরের মাঠে ফাইনালে জিততে দক্ষিণাঞ্চলের দরকার ছিল ১০ রান আর উত্তরাঞ্চলের ২ উইকেট। এমন দৃশ্যপটে দাঁড়িয়ে অবশ্য তীরে এসে তরী নোঙর করতে পারল শুধু উত্তরাঞ্চল। বিসিএলের দশম আসরের ওয়ানডে সংস্করণের ফাইনালে দক্ষিণাঞ্চলকে ৩ রানে হারিয়ে শিরোপা জিতল উত্তরাঞ্চল।
রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উত্তরাঞ্চল ৮ উইকেটে তুলে ২৪৪ রান। এরপর জবাব দিতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪১ রানে থামে দক্ষিণাঞ্চল। বিসিএলের প্রথমবার দুই সংস্করণে চ্যাম্পিয়ন হয় মধ্যাঞ্চল। এবার প্রথমবারের মতো ৫০ ওভারের টুর্নামেন্টের শিরোপা পেল উত্তরাঞ্চল।
উত্তরাঞ্চলের জয়ে বড় অবদান আকবর আলি ও শামীম হোসেনের। আকবর ৪১ বলে ৪৪ ও ২০ বলে ৩৭ রান তুলেন শামীম। এরপর উত্তরাঞ্চলের বাঁহাতি স্পিনার রকিবুল ১০ ওভারে ২৯ রান দিয়ে নেন ৪ উইকেট। ম্যাচসেরা তিনিই।
দক্ষিণাঞ্চলকে জেতাতে না পারলেও ৩ উইকেট নেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। মেহেদী হাসান মিরাজ ১০ ওভারে ৩১ রানে তুলেন ২ উইকেট। টুর্নামেন্টে সর্বোচ্চ ১০ উইকেট নেন এই স্পিনার।
দল হারলেও সর্বোচ্চ রান ২১০ রান করে নাঈম শেখ টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতলেন। একইদিন জাতীয় লিগের সেরা ক্রিকেটার আব্দুল্লাহ আল মামুনের হাতে তুলে দেওয়া হয় বিসিবির প্রবর্তিত নতুন পুরস্কার ‘জহির-মুনির অ্যাওয়ার্ড ফর ক্রিকেটিং এক্সিলেন্স।’ রংপুরকে জাতীয় লিগ ট্রফি জেতানোর পথে বড় ভূমিকা থাকায় মামুন পেলেন সেরার স্বীকৃতি। তিনি ৯ ইনিংসে ৪৬.৫৭ গড়ে দলের পক্ষে সর্বোচ্চ ৩২৬ রান করে। আর মিডিয়াম পেসে ১২.২৭ গড়ে নেন ১১ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
বিসিবি উত্তরাঞ্চল: ৫০ ওভারে ২৪৪/৮ (লিটন ১, শাহাদাত ৪, সৈকত ২২, ফজলে রাব্বি ৬৫, মাহমুদউল্লাহ ৩৯, আকবর ৪৪, শামীম ৩৭, সাইফ উদ্দিন ৯*, রকিবুল ৬, রিপন ৭*; শরিফুল ১০-১-৪৫-৩, কামরুল রাব্বি ৭-০-৫২-১, মিরাজ ১০-২-৩১-২, নাসুম ১০-১-৪৫-০, নাসির ৯-০-৪১-১, জিয়াউর ৪-০-২৬-০)
বিসিবি দক্ষিণাঞ্চল: ৫০ ওভারে ২৪১/৯ (নাঈম শেখ ১১, এনামুল ৫৯, জাকির ৪২, নাঈম ইসলাম ০, নাসির ৬১, তৌহিদ ০, মিরাজ ০, জিয়াউর ০, নাসুম ৩৮, কামরুল রাব্বি ১১*, শরিফুল ০*, সাইফ উদ্দিন ১০-১-৪০-১, শফিকুল ১০-০-৬৭-০, রিপন ১০-৩-৩০-১, রকিবুল ১০-১-২৯-৪, শামীম ১-০-১০-০, সৈকত ১-০-১১-০, মাহমুদউল্লাহ ৭-০-৩৭-০, ফজলে রাব্বি ১-০-১০-০)।
ফল: বিসিবি উত্তরাঞ্চল ৩ রানে জয়ী।
ফাইনালসেরা: রকিবুল হাসান।
টুর্নামেন্টসেরা: মোহাম্মদ নাঈম শেখ।
Discussion about this post