মুমিনুল হকদের জন্য রীতিমতো দুঃসংবাদ, সামনেই মাসেই মাঠে নামার কথা ছিল। কিন্তু সেই সুযোগ পাচ্ছেন না। আফগানিস্তানের বিপক্ষে তাদের সিরিজটি বাতিল হয়ে গেছে। আর্থিক কারণেই দুবাইয়ে এই সিরিজটি করতে পারছে না আফগান ক্রিকেট বোর্ড।
অথচ টেস্ট দল থেকে বাদ পড়ার পর নিজের জায়গা ফিরে পেতে মরিয়া ছিলেন সাদমান ইসলাম। ব্যক্তিগত অনুশীলন চলছিল। প্রস্তুত হচ্ছিলেন মুমিনুল হকও। কারণ সব ঠিক থাকলে তো অক্টোবরে বাংলাদেশ ‘এ’ দল সংযুক্ত আরব আমিরাত সফর করার কথা ছিল তাদের। সেখানে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু রোববার জানা গেল দুঃসংবাদ! এই সিরিজটি হচ্ছে না।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এখন একটু আর্থিক সমস্যা। তাদের ফান্ডে টাকা না থাকায় এ সিরিজটি স্থগিত করা হয়েছে। অবশ্য আশা রয়েছে আগামীতে অন্য কোনো এক সময়ে সিরিজটি অনুষ্ঠিত হবে। তখনই নতুন সূচি ঘোষণা করা হবে।
এর আগেই ওয়েস্ট ইন্ডিজ সফরে চারদিনের ম্যাচ ও ওয়ানডে ম্যাচ খেলে এসেছে বাংলাদেশ ‘এ’ দল। যেখানে খেলা মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, এনামুল হক বিজয়দের দুবাইয়ে যাওয়ার কথা ছিল। এ অবস্থায় দুবাইয়ে সিরিজ না হওয়ায় ঢাকা ফেরাটাও পিছিয়ে যাচ্ছে রাসেল ডমিঙ্গোর। বলা হচ্ছে নভেম্বরে ভারত সফরের আগে দলের সঙ্গে যোগ দেবেন এই আফ্রিকান কোচ।
Discussion about this post