জাতীয় দলের হয়ে এই বছরটা মন্দ কাটেনি তার। এখন বাংলাদেশ ক্রিকেট লিগেও (বিসিএল) বল হাতে ঝড় তুলে যাচ্ছেন তিনি। নাসুম আহমেদ এবার উঠলেন নতুন উচ্চতায়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সানজামুল ইসলামের উইকেট নিয়ে গড়লেন অন্যরকম এক সেঞ্চুরি।
২৩ ম্যাচে প্রথম শ্রেণির ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি করলেন নাসুম। বাঁহাতি স্পিনার দেখালেন চমক। বিসিএলে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিন উত্তরাঞ্চল প্রথম ইনিংসে অলআউট হয় ৩৮৫ রানে। সোমবার দিন শেষে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ২ উইকেটে ১১২।
নাসুম ম্যাচে সব মিলিয়ে ১২৬ রানে নেন ৬ উইকেট। এদিনই তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে স্পর্শ করলেন অন্যরকম এই শতক।
৫ ডিসেম্বর ১৯৯৪ সালে সিলেটের জালাবাবাদে জন্ম নাসুমের। তার পৈত্রিক বাড়ি অবশ্য সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিরনের মর্দাপুর গ্রামে। নাসুম আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা তিন ক্রিকেটারের একজন হয়েছিলেন।
Discussion about this post