দেশের মাঠে টানা দুটি সিরিজ খেলল বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ড। টানা ১০ ম্যাচ। যেখানে দুটিতেই জিতেছে টাইগাররা। এই মিশন শেষে এবার ছুটির পালা। কারণ সামনে আরেক মিশন। এবার বিশ্বকাপ। টি-টুয়েন্টির সেই বিশ্বসেরার লড়াইয়ের আগে ছুটি পেলেন বাংলাদেশ ক্রিকেট দলের স্টাফরা।
আগামী মাসে শুরু বিশ্বকাপ। তার আগে ছুটির আমেজে রাসেল ডমিঙ্গো, ওটিস গিবসন, রায়ান কুকরা। তারা দলের সঙ্গে টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে যোগ দেবেন ওমানে। এর আগে জিম্বাবুয়ে সিরিজের আগে থেকেই মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদদের সঙ্গে আছেন কোচিং স্টাফরা।
জানা গেছে, শুক্রবার রাতে সিরিজ শেষ হতেই প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক দক্ষিণ আফ্রিকার পথে ঢাকা ছেড়েছেন। বোলিং কোচ ওটিস গিবসন চলে যাবেন ইংল্যান্ডে।এছাড়া স্পিন কোচ রঙ্গনা হেরাথ শ্রীলঙ্কায়, ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স যাবেন দক্ষিণ আফ্রিকায়।
ক্রিকেট দলের ভিডিও অ্যানালিস্ট শ্রীনিবাসন চন্দ্রশেখর তার দেশ ভারতে যাবেন না। বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে যাবেন তিনি। সেখানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল সানরাজার্স হায়দরবাদ শিবিরে যোগ দিচ্ছেন শ্রীনিবাসন। স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিক লি ও ট্রেনার জুলিয়ান কেলাফতের শনিবারই ঢাকা ছাড়ার কথার।
বিশ্বকাপে মিশনে ৪ অক্টোবর ওমান যাচ্ছে বাংলাদেশ দল। কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকলে ওমানে কোয়ারেন্টাইন লাগবে না। বাংলাদেশ দলের প্রত্যেকের পুরো ভ্যাকসিন নেওয়া আছে। এ কারণেই ওমানে তিনদিন পরই শুরু অনুশীলন। সপ্তাহখানেক নিজেদের খরচে ক্যাম্প করে আইসিসির তত্ত্বাবধানে ঢুকে যাবে টাইগাররা।
১৭ অক্টোবর বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড। বিশ্বকাপের সুপার টুয়েলভ খেলতে হলে প্রথম পর্ব পার হতে হবে বাংলাদেশকে। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের ম্যাচের পর ১৯ ও ২১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ ওমান ও পাপুয়া নিউগিনি।
এই বাধা পার হলে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড এবং বাছাইপর্ব পার করা আরও একটি দল।
Discussion about this post