ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শেষ অব্দি গুঞ্জনই সত্য হলো। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাড়ছে দল। অবশ্য ২০২১ সাল ১৪তম আসরে দল থাকবে ৮টিই। ২০২২ সালে ১৫তম পর্বে ১০ দল নিয়ে জমবে মাঠের লড়াই!
এ বছর সবশেষ আসরে দল ছিল ৮টি। গত বৃহস্পতিবার আহমেদাবাদে হওয়া ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ১০ দলের আইপিএল করার সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়।
হাতে সময় নেই। পরের আইপিএল মাঠে গড়াতে মাত্র চার মাস। এ কারণেই ৮ দলে থাকবে সামনের আসরে।
২০২২ সালের দুটি দল বেড়ে যাবে। টুর্নামেন্টের জনপ্রিয়তা আরও বাড়াতেই এই উদ্যেোগ নিয়েছে বিসিঅআই।
দল বাড়ায় প্রায় আড়াই মাস ধরে চলবে আইপিএল। কিন্তু প্রশ্ন হলো নতুন দুই দল কারা হবে?
জানা গেল, মহারাষ্ট্র, তামিল নাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা, ওয়েস্ট বেঙ্গল, রাজস্থান, দিল্লি ও চন্ডিগড় থেকে নতুন ফ্র্যাঞ্চাইজি হতে পারবে না। এ অবস্থায় লড়াইয়ে থাকবে আহমেদাবাদ, রাজকোট, বিশাখাপত্তম, কোচি আর লখনৌ।
এদিকে জানা গেল, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করবে আইসিসি। এনিয়ে আইসিসির দাবিকে সমর্থন জানাল বিসিসিআই। অলিম্পিকে ক্রিকেট হবে টি-টুয়েন্টি ফরম্যাটে।
Discussion about this post