ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এখনও আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি মেলেনি। তাই বলে বসে নেই সাকিব আল হাসান। চেনা পরিবেশে ফিরতে শুরু করেছেন অনুশীলন। এরইমধ্যে আবার তিনি বিজ্ঞাপনের কাজেও হাত দিয়েছেন। শুক্রবার তারই একটি ছবি সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুক দিয়েছেন এ বাঁহাতি। ছবিতে দেখা যাচ্ছে তার আশেপাশে বিভিন্ন বস্তা রাখা। তিনি একজন দোকানদার।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিব যে ছবি দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে সাদা লুঙ্গি এবং সাদা পাঞ্জাবি পরে হাসছেন। পুরান ঢাকার অনেক বড় ব্যবসায়ীরা সাধারণত এমন পোশাক পরেন।
ছবিতে দেখা যায় ছোট টেবিলে কী যেন লিখছেন সাকিব। আর টেবিলের পাশেই রয়েছে আরেকটি টুল যেখানে রাখা আছে বিভিন্ন ডাল, চাল ও শস্য। হাতে বিভিন্ন রঙের পাথর বসানো আংটিগুলো চোখে পড়বে যে কারো।
সন্দেহ নেই এটি কোন বিজ্ঞাপনের দৃশ্য। তবে এনিয়ে সাকিবও কিছু বলেন নি।
এই তারকা অলরাউন্ডার এখন আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ। আগামী মাসেই শেষ হবে নিষেধাজ্ঞা। তার আগে সাভারের বিকেএসপিতে নিজেকে প্রস্তুত করছেন সাকিব। সামনে শ্রীলঙ্কা সফরেই জাতীয় দলে ফিরতে পারেন তিনি।
Discussion about this post