ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শুরু হয়ে যাচ্ছে ২০ ওভারের ক্রিকেট ধামাকা। এবার বিশেষ আয়োজন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভিন্নতা এনেছে বিসিবি। নিজেদের তত্বাবধানেই এ টুর্নামেন্টের আয়োজন করছে। ব্যাট-বলের লড়াই শুরু ১১ ডিসেম্বর।
তার আগে রোববার বিকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পর্দা উঠবে বিপিএলের। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত দুই আসরের উদ্বোধনী অনুষ্ঠান ছিলো সাদামাটা। তবে এবার বেশ রঙ ছড়াবে। সেই আয়োজনের আগে জানা গেল বঙ্গবন্ধু বিপিএলের টাইটেল স্পন্সরশিপের স্বত্ত্ব পেয়েছে স্যাটেলাইট সার্ভিস প্রোভাইডার কোম্পানি আকাশ ডিটিএইচ। এক সংবাদ সম্মেলনে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এ তথ্য ঘোষণা করেন।
এবারের দলগুলো ফ্রাঞ্চাইজির কাছে ছাড়া হয়নি। বিসিবিই তাদের কাছে মালিকানা ধরে রেখেছে। শুধুমাত্র দলগুলোর জন্য স্পন্সর পার্টনার সংগ্রহ করা হয়েছে ৫টি দলের জন্য। দুটির স্পন্সর থাকছে খোদ বিসিবি।
বিশেষ বিপিএলে আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের তারকাদের সঙ্গে দেখা যাবে দেশি তারকাদেরও। এ আয়োজনে থাকবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান আর অভিনেত্রী ক্যাটারিনা কাইফ। এদিকে বলিউডের দুই সঙ্গীত তারকা সনু নিগম ও কৈলাশ খের কন্ঠে সুর তুলবেন। থাকবেন বাংলাদেশ ব্যান্ড কিংবদন্তি জেমস আর ফোক সম্রাজ্ঞী মমতাজ। বিকেলে অনুষ্ঠান শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।
এবারও ঢাকার বাইরে বিপিএল দেখার সুযোগ পাবেন ক্রিকেট প্রেমীরা। খেলা হবে চট্টগ্রাম ও সিলেটে। তবে প্রথম ও শেষ পর্বসহ মাঝের কিছু ম্যাচ মিলিয়ে আয়োজনের সিংহভাগটাই হবে ঢাকাতে। বিশেষ এই বিপিএলে অংশ নেবে নতুন সাত দল-ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার, কুমিল্লা ওয়ারিয়র্স, রংপুর রেঞ্জার্স আর খুলনা টাইগার্স।
মোট ম্যাচ ৪৬টি। ঢাকায় ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে ১২টি ও সিলেটে হবে ছয়টি ম্যাচ। ১১ ডিসেম্বর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট থান্ডারের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বঙ্গবন্ধু বিপিএল।
Discussion about this post