ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পরিস্কার হিসাবেই ফেভারিট ছিল বাংলাদেশ। কিন্তু এতোটা অনায়াসে জয় ধরা দেবে ভাবতে পারেনি কেউ। শুরুতেই ব্যাট হাতে দাপট। নিগার সুলতানা ও ফারজানা হক করলেন সেঞ্চুরি। তারপর সালমা খাতুন ও রিতু মনির বোলিংয়ে তোপে মালদ্বীপ অলআউট মাত্র ৬ রানে।
বৃহস্পতিবার এসএ গেমসে মেয়েদের ক্রিকেটে মালদ্বীপকে ২৪৯ রানে হারাল বাংলাদেশ। সালমা খাতুনের দল আগের দিন নেপালকে হারিয়েছিল। দুই জয়ে ফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
নেপালের পোখারায় টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৫৫ রান করে টাইগ্রেসরা। জবাব দিতে নেমে ১২.১ ওভারে ৬ রানে অলআউট মালদ্বীপ।
যদিও ম্যাচটি আন্তর্জাতিক কোন স্বীকৃতিই পাবে না। কারণ এটিকে আইসিসির অনুমোদিত ম্যাচ নয়। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মূল দল খেলেনি, এ কারণেই আন্তর্জাতিক টি-টুয়েন্টির মর্যাদা পায়নি।
যদিও ম্যাচে ৫ রান করে রান আউট হয়ে যান শামীমা সুলতানা। অন্য ওপেনার সানজিদার করেন ৭ রান।তারপর তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ২৩৬ রানের জুটি গড়েন নিগার ও ফারজানা। ৬৫ বলে ১৪ চার ও ৩ ছক্কায় ১১৩ রানে অপরাজিত নিগার। ৫৩ বলে ২০ চারে ১১০ রান তুলেন ফারজানা।
জবাবে নেমে টাইগ্রেসদের বোলিং তোপে অসহায় আত্মসমর্পন করে মালদ্বীপের মেয়েরা। প্রথম ওভারে দুই উইকেট হারায় তারা। তারপর ১২.১ ওভারেই সব শেষ। ৮ জন ফেরেন শুন্য রানে। সর্বোচ্চ ২ রান করেন শাম্মা।
৪ ওভারে ১ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন রিতু মনি। সালমা ৩.১ ওভারে ২ রানে নেন ৩ উইকেট। একটি করে উইকেট পান রাবেয়া খান ও নাহিদা আক্তার।
নেপাল ও শ্রীলঙ্কা ম্যাচের জয়ী দলের সঙ্গে ফাইনালে খেলবে বাংলাদেশ। রোববার জিতলেই ধরা দেবে সোনার পদক।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ২৫৫/২ (শামীমা ৫, সানজিদা ৭, নিগার ১১৩*, ফারজানা ১১০*; শাম্মা ১/৩৮)
মালদ্বীপ: ১২.১ ওভারে ৬ (শাম্মা ২; রিতু মনি ৪-৩-১-৩, সালমা ৩.১-১-২-৩, পূজা ২-১-১-০, রাবেয়া ২-১-১-১, নাহিদা ১-১-০-১)
ফল: বাংলাদেশ ২৪৯ রানে জয়ী।
Discussion about this post