ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে না জানিয়ে একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন মোহাম্মদ শেহজাদ। শুধু তাই নয় সেখানে অনুশীলনও করেছেন তিনি। যে ব্যাপারগুলো কোনভাবেই মেনে নিতে পারেননি দেশটির বোর্ড। যে কারণে অর্নিদিষ্টকালের জন্য তাকে নিষিদ্ধ করেছিল। এরপরই এ ডানহাতির সঙ্গে ব্যাপারটি নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছাতে নিয়ম রক্ষা কমিটির সঙ্গে গত মাসের ২০ ও ২৫ তারিখে তার বসার কথা ছিল। কিন্তু শেহজাদ সে দুই সভাতেও যাওয়ার প্রয়োজন মনে করেননি। শেষমেশ তাকে সব ধরণের ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞা জারি করেছে আফগান বোর্ড। এদিকে আবার তার কেন্দ্রীয় চুক্তিও স্থগিত ঘোষণা করা হয়েছে।
শেহজাদের জন্ম পাকিস্তানের পেশোয়ারে। বিয়েও করেছেন সেখানে। স্বাভাবিকভাবেই সেখানে যাওয়া-আসা করেন তিনি। শুধু তাই নয়, দেশটিতে অনুশীলন করেন। কিন্তু কোন সময়ই এগুলোর আফগান বোর্ডের কাছ থেকে অনুমতি নেননি। আর এতেই চটেছে বোর্ড। তাই সংস্থাটি জানিয়েছে, দেশের মধ্যেই ক্রিকেটারদের অনুশীলন করার যথেষ্ট সুযোগ-সুবিধা আছে, তাই দেশের বাইরে যখন-তখন যাওয়ার কোনো দরকার নেই।
নিষিদ্ধ হওয়ার আগে গেল বিশ্বকাপ চলাকালিন দল থেকে চোটের কারণে বাদ পড়েছিলেন শেহজাদ। পরে অবশ্য তিনি বলেছিলেন, এমন কিছুই হয়নি। বোর্ড অনেকটা ইচ্ছে করেই তাকে দল থেকে সরিয়ে দিয়েছে। ব্যাপারটি জানার পর দেশটির ক্রিকেট বোর্ড শেহজাদের উপর আরও বেশি করে চোটে যায়।
আগামী মাসের শুরুর দিকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে আফগানিস্তান। নিষিদ্ধ থাকার কারণে ঐ ম্যাচ খেলতে পারবেন না শেহজাদ। এরপরই লাল-সবুজের একটি ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজও খেলার কথা দলটির। কিন্তু সেখানেও দেখা মিলবেন না এ ডানহাতি ব্যাটসম্যানের।
Discussion about this post