ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিতর্ক ছড়ালো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল)। ব্রাদার্স ইউনিয়ন খেলতে আপত্তি জানানোয় জয়ী ঘোষণা করা হলো মোহামেডানকে। ম্যাচ রেফারি জানান, বৃষ্টির পর খেলা শুরুর নির্ধারিত সময়ে মাঠে নামেনি ব্রাদার্স। যদিও গোপীবাগের ক্লাবটির কর্তাদের দাবী- খেলা শুরুর সিদ্ধান্ত তাদের অফিসিয়ালি ও সময়মতো জানানো হয়নি। এনিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাবে দলটি।
মঙ্গলবার বিকেএসপিতে মুখোমুখি হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। ৫০ ওভারে মোহামেডান করে ৩১৬ রান। তারপরই নামে বৃষ্টি। বৃষ্টি থামার পর ব্রাদার্সের সামনে লক্ষ্য দাঁড়ায় ২০ ওভারে ১৭৪ রান। ব্রাদার্সের ইনিংস শুরুর আগেই ম্যাচ শেষ। মোহামেডানকে জয়ী ঘোষণা করেন ম্যাচ রেফারি।
ম্যাচ রেফারি আখতার আহমেদ গণমাধ্যমে বলেন, ‘দেখুন, বৃষ্টির সময় কাভারের ফুটো দিয়ে উইকেটের কিছু অংশ ভিজে গিয়েছিল। অবশ্য সেই অংশে বল পিচ করার কথা নয়। এরপরও আমরা অপেক্ষা করেছি। রোদ উঠে উইকেট শুকানোর পর খেলা শুরুর সিদ্ধান্ত নেয় আম্পায়াররা। সাধারণত খেলা শুরু অন্তত ১০ মিনিট আগে দুই দলকে জানানোর কথা। ৩টা ৫৫ মিনিটে দুই অধিনায়ককেই জানানো হয়েছে, ৪টা ৬ মিনিটে খেলা শুরু হবে। আম্পায়াররা ও মোহামেডান সময়মতো মাঠে নামে। কিন্তু ব্রাদার্স নামেনি। ৯ মিনিট অপেক্ষার পর ৪টা ১৫ মিনিটে মাঠ ছাড়েন আম্পায়াররা। ব্রাদার্স মাঠে না নামায় নিয়ম অনুযায়ী তাদেরকে ‘রিফিউজড টু প্লে’ দেখিয়ে প্রতিপক্ষকে জয়ী ঘোষণা করা হয়।’
ব্রাদার্স অধিনায়ক মোহাম্মদ শরিফ অবশ্য বলেন, ‘উইকেটের মাঝে এক পাশে ভেজা ছিল। ব্যাটসম্যানরা সাধারণত ওই অংশ দিয়েই দৌড়ে রান নেয়। ওই জায়গায় পিছলে পড়ার শঙ্কা ছিল। তারপরও আমাদের খেলতে আপত্তি ছিল না। কিন্তু আমাদেরকে তো ঠিকমতো জানায়নি। ৩টা ৫৭ মিনিটে আমাদেরকে আম্পায়াররা বলেন ৪ টা ৬ মিনিটে খেলা শুরু হতে পারে। এটি বলারও মিনিট তিনেক আগে, তারা বলছিল, এই ভেজা উইকেটে খেলা আর হবে বলে মনে হয় না। কিন্তু হুট করে দেখি আম্পায়াররা মাঠে নেমে যাচ্ছেন। বলা হয় ২০ ওভারে ১৭৪ করতে হবে। আমরা বললাম যে নতুন নির্ধারিত লক্ষ্য আমাদেরকে অফিসিয়ালি জানান।’
শরিফ আরো বলেন, ‘দেখুন, ২০ ওভারে ২০০ করতে হলেও আমাদের খেলতে আপত্তি ছিল না। কিন্তু অফিসিয়ালি না জানিয়ে হুট করেই সিদ্ধান্ত নেওয়া হয়। আমাদের ব্যাটসম্যানদের প্রস্তুত হওয়ার সময়ও দেওয়া হয়নি।’
এনিয়ে অফিসিয়ালি লিগ কমিটির কাছে অভিযোগ করবে ব্রাদার্স।
সংক্ষিপ্ত স্কোর-
মোহামেডান: ৫০ ওভারে ৩১৬/৯ (অভিষেক ৬৮, ইরফান ৯২, চতুরঙ্গা ১১, রকিবুল ৫০, আশরাফুল ৬, নাদিফ ১৪, সোহাগ ৪৩*, আলাউদ্দিন ২, নিহাদ ২, সাকলাইন ৬, শাহাদাত ০*; শরিফ ১০-০-৪৪-৩, সাজেদুল ৮-০-৪৩-৩, রনি ৭-০-৬৫-১, বিশ্বনাথ ৭-০-৬৪-১)।
ফল: ব্রাদার্স খেলতে আপত্তি করেছে জানিয়ে মোহামেডানকে জয়ী ঘোষণা
Discussion about this post