ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ম্যাচটা সত্যিকার অর্থেই ছিল স্টিভেন স্মিথ আর ডেভিড ওয়ার্নার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে রোববারই প্রথম দেখা গেছে তাদের। বল টেম্পারিং কেলেঙ্কারিতে জাতীয় দলে নির্বাসিত এই দুই অস্ট্রেলিয়ান তারকা অবশ্য তেমন কিছুই করতে পারলেন না। ম্যাচের নায়ক শহীদ খান আফ্রিদি। পাকিস্তানি এই ক্রিকেটারের দুর্দান্ত ব্যাটিংয়েই জয় নিয়ে মাঠ ছেড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে জয়ে শুরু করেছে দলটি। রোববার ৪ উইকেটে হারিয়েছে সিলেট সিক্সার্সকে।
মিরপুরের শেরেবাংলায় সিলেট সিক্সার্স প্রথমে ব্যাট করতে নেমে তুলে ১২৭ রান। জবাবে ১৯.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ২৫ বলে ৫ চার ও ২ ছয়ে ৩৯ রান করেন আফ্রিদি। শুরুতে সিলেটের ৮ উইকেটে ১২৭ রান করতে অবদান রাখেন নিকলস পুরান। ওয়েস্ট ইন্ডিজের এ বাঁহাতি ২৬ বলে ৫ চার ও ২ ছয়ে তুলেন ৪১ রান।
কুমিল্লার হয়ে সেই এভিন লুইস ও তামিম ইকবাল মিরপুরের উইকেটে মানিয়ে নিয়ে খেলতে শুরু করেন। কিন্তু আল আমিন হোসেনের বলে আফিফ হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরেন লুইস(৫)। মোহাম্মদ ইরফানের বলে বোল্ড হয়ে আউট ইমরুল। তৃতীয় উইকেটে অবশ্য অধিনায়ক স্টিভেন স্মিথ ও তামিম ইকবাল পথ দেখান ভিক্টোরিয়ানসদের। গড়েন ৩০ রানের জুটি। স্মিথ ফিরেন ১৬ রানে। প্রথমে আম্পায়ার দেননি আউট। পরে অবশ্য রিভিউয়ে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ককে ফিরিয়ে আনন্দে মাতেন ডেভিড ওয়ার্নাররা।
এরপর শোয়েব মালিককে নিয়ে এগিয়ে যান তামিম। মালিক আউট অপয়া ১৩ রানে কাটা পড়েন। তবে মাত্র ২৫ বলে ৫ চার ও ২ ছয়ে ৩৯ রান করে এক বল আগেই দলকে জয় এনে দেন আফ্রিদি। বুঝিয়ে দেন তিনি ফুরিয়ে যাননি!
এর আগে ব্যাট করতে নেমে মাত্র ১২৭ রান তুলে সিলেট। ওয়ার্নার ফিরেন ১৪ রানে। তবে বিতর্কিত রান আউট থামিয়ে দেয় সিলেট অধিনায়ককে। রান নেওয়ার সময় তৌহিদ হৃদয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতেই দুজন চলে যান এক প্রান্তে। টিভি রিপ্লে দেখে দেখা যায় ওয়ার্নার ক্রিজ ছুঁয়েছেন আগে। কিন্তু তৃতীয় আম্পায়ার আউট দেন ওয়ার্নারকেই!
সংক্ষিপ্ত স্কোর-
সিলেট সিক্সার্স: ২০ ওভারে ১২৭/৮ (লিটন ১, ওয়ার্নার ১৪, হৃদয় ৮, আফিফ ১৯, সাব্বির ৭, পুরান ৪১, অলক ১৯, তাসকিন ৪, লামিচানে ১*, আল আমিন ১*; মেহেদি হাসান ২/২৪, শহীদ ২/২২, সাইফুদ্দিন ২/১৩)।
কুমিল্লা ভিক্টোরিয়ানস: ১৯.৫ ওভারে ১৩০/৬ (তামিম ৩৫, লুইস ৫, ইমরুল ০, স্মিথ ১৬, মালিক ১৩, এনামুল ৫, আফ্রিদি ৩৯*, সাইফ ৫*; লামিচানে ২/১৬, আল আমিন হোসেন ২/২৭)।
ফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: শহিদ আফ্রিদি
Discussion about this post