আগামী মাসে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। যেখানে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের সঙ্গে লড়বে বাংলাদেশ। এর পাশাপাশি লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে।
বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে আগামী ১৫ জানুয়ারি শুরু হবে ত্রিদেশীয় সিরিজ।
টুর্নামেন্টটির সব ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। প্রাথমিক পর্বে প্রতিটি দল পরস্পরের দুবার করে মুখোমুখি হবে। ফাইনাল ম্যাচ ২৭ জানুয়ারি। ত্রিদেশীয় সিরিজের সবগুলো ম্যাচ দিবা-রাত্রির।
ত্রিদেশীয় সিরিজ শেষে জিম্বাবুয়ে ক্রিকেট দল দেশে ফিরে যাবে। ২৮ জানুয়ারি বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল যাবে চট্টগ্রামে। ৩১ জানুয়ারি থেকে সেখানেই ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ৮ ফেব্রুয়ারি থেকে মিরপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
তারপর ২ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি মিরপুরে, ১৫ ফেব্রুয়ারি। দ্বিতীয়টি ১৮ ফেব্রুয়ারি। ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
ত্রিদেশীয় সিরিজের সূচি
১৫ জানুয়ারি বাংলাদেশ-জিম্বাবুয়ে
১৭ জানুয়ারি শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে
১৯ জানুয়ারি বাংলাদেশ-শ্রীলঙ্কা
২১ জানুয়ারি শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে
২৩ জানুয়ারি বাংলাদেশ-জিম্বাবুয়ে
২৫ জানুয়ারি বাংলাদেশ-শ্রীলঙ্কা
২৭ জানুয়ারি ফাইনাল
Discussion about this post