তিনদিনের প্রস্তুতি ম্যাচ শেষে বেনোনি থেকে পচেফস্ট্রুমের চলে গেল বাংলাদেশ দল। স্থানীয় সময় সকাল ১১টায় রওনা হয়ে রোববার দুপুরেই প্রথম টেস্টের শহরে পৌঁছায় টাইগাররা। প্রথম দিন অনুশীলন না থাকলেও সোমবার ঠিকই ঘাম ঝরালেন মুশফিকুর রহীমরা। তার আগে অবশ্য ক্রিকেটাররা নির্ভার হয়ে ঘুরে বেড়িয়েছেন ছোট্ট শহরটিতে। দলের সঙ্গে আছেন প্রধান নির্বাচক ও দক্ষিণ আফ্রিকা সফরে ম্যানেজারের দায়িত্বে থাকা মিনহাজুল আবেদীন নান্নু।
পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে বৃহস্পতিবার শুরু হবে প্রথম টেস্ট। যেখানে লড়তে প্রস্তুত হয়ে আছেন মুশফিক-মুস্তাফিজরা।
স্বস্তির খবর হল দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকারের প্রথম টেস্ট খেলতে কোনও সমস্যা নেই। দুজনের কারও ইনজুরিই গুরুতর নয়। জানা গেছে, রুবেল হোসেন যোগ দিয়েছেন টাইগারদের সঙ্গে। ভিসা জটিলতায় বেশ দেরিতেই গত বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দেন এই পেসার। একাদশে তার থাকা নিয়ে অবশ্য সংশয় আছে।বিশ্রাম নেওয়ায় টেস্ট সিরিজে সাকিব আল হাসানকে পাচ্ছেন না মুশফিক। তবে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার।
পচেফস্ট্রুমের পর ক্রিকেটাররা যাবেন ব্লুমফন্টেইনে। সেখানে ৬ অক্টোবর শুরু হবে দ্বিতীয় টেস্ট। এরপর তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
ওয়ানডে সিরিজের আগে ১২ অক্টোবর সেখানে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ১৫, ১৮ ও ২২ অক্টোবর তিনটি ওয়ানডের ভেন্যু কিম্বার্লি, পার্ল ও ইস্ট লন্ডন। এরপর ২৬ ও ২৯ অক্টোবর ব্লুমফন্টেইন ও পচেফস্ট্রুমে দুটি টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ। পুর্নাঙ্গ এই সিরিজ খেলে ৩০ অক্টোবর দেশে ফিরবেন লাল-সবুজের প্রতিনিধিরা।
Discussion about this post