ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে দুর্দান্ত দাপটে এগিয়ে যাচ্ছে আবাহনী লিমিটেড। টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ধানমন্ডির এই ক্লাব। মঙ্গলবার বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রাইম দোলেশ্বরকে ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে সবার ওপরে উঠে যায় তারা।
জিয়াউর রহমানের ঝড়ো সেঞ্চুরির পর মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে শেখ জামাল ধানমন্ডি ক্লাব হার এড়াতে পারেনি। ৫ উইকেটে জিতে মোহামেডান। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচটি বৃষ্টির দাপটে হতে পারেনি।
ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৮৯ রান করে দোলেশ্বর। জবাবে সাদমান ইসলাম ও সাইফ হাসানের ব্যাটে ভর করে ৩৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে আবাহনী।
১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই লিটন দাসকে হারায় আবাহনী। তবে এর কোনো প্রভাব পড়তে দেননি সাদমান ইসলাম ও সাইফ হাসান। দ্বিতীয় উইকেটে তাদের ১৩২ রানের জুটিতে সহজ জয়ের পথে এগিয়ে যায় আবাহনী। ৭৮ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৬৫ রান করে ফিরেন সাদমান। ম্যাচ সেরা সাইফের ৯৭ বলে খেলা ৮০ রানের চমৎকার ইনিংসটি গড়া ৯টি চার ও দুটি ছক্কায়।
৬ রানের মধ্যে সাদমান, সাইফের বিদায়ের পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে বাকি কাজটি সহজেই সারেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। দুই জনেই অপরাজিত ছিলেন ১৮ রানে।
তারও আগে থিতু হয়েও বড় ইনিংস গড়তে পারেনি দোলেশ্বরের ব্যাটসম্যানরা। প্রথম আট ব্যাটসম্যানের মধ্যে কেবল মার্শাল আইয়্যুব করেন অর্ধশতক। ৮৩ বলে একটি চারে করেন ৫৭ রান।
বিকেএসপির-৪ নম্বর মাঠে আগে ব্যাটিংয়ে নেমে জিয়াউর রহমানে ৮৫ বলে ১০৩ রানের পরও ৪৫ ওভারে মাত্র ১৯৭ রানে গুটিয়ে যায় শেখ জামাল। জবাবে ব্যাটিংয়ে নেমে ৩০.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মোহামেডান। দলটির হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন সামসুর রহমান।
Discussion about this post