ব্যাটে রান নেই, তাই স্বেচ্ছায় বিশ্রাম নিয়েছিলেন তিনি। আর ফিরেই সেই চেনা ছন্দে মোহাম্মদ আশরাফুল। তার ব্যাটিং যাদুতেই জিতল কলাবাগান ক্রীড়া চক্র। সোমবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে কলাবাগান জিতল ৭ উইকেটে। নয় ম্যাচে দ্বিতীয় জয় পেল তারা।
বিকেএসপির চার নম্বর মাঠে সোমবার বৃষ্টির উৎপাতে ম্যাচ হয় ৪৫ ওভারে। টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২১৩ রান তুলে শেখ জামাল। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারের ৯ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে কলাবাগান।
তাসামুল হক ৭০ বলে করেন ৪৮ রান। তবে আশরাফুল ছাড়িয়ে যান তাকে। এবারের লিগে এটা তার প্রথম ফিফটি। নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া লিগ খেলা আশরাফুল দলকে জিতিয়ে অপরাজিত থাকেন ৮১ রানে। ৮৭ বলে এই ইনিংস খেলে ম্যাচসেরা তিনিই।
ঢাকা লিগে সোমবারের আরেক ম্যাচে জিতল গাজী গ্রুপ। পয়েন্ট তালিকার শীর্ষ দলটি ৭ উইকেটে হারাল খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে। এবারের লিগ প্রতিটি ম্যাচই জিতেছে তারা।
দিনের আরেক চার বলে ৪ রান করতে না পেরে হারল ব্রাদার্স ইউনিয়ন। ১ রানের নাটকীয় জয় পায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
সংক্ষিপ্ত স্কোর-
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ৪৫ ওভারে ২১৩/৯ (মাহমুদ ১১, মাহবুবুল ৩২, চোপড়া ০, আল মামুন ১৪, তানবীর ৫, রাজিন ৪৫, সোহাগ ৩৯, সানি ৩৬*, শাকিল ১, শাহাদাত ৫*; সঞ্জিত ০/৩৭, আশরাফুল ০/১১, হাসান ৩/৫০, নাসিম ২/৩০, মুক্তার ২/৪৮, নাবিল ০/৩৫)
কলাবাগান ক্রীড়া চক্র: ৪৩.৩ ওভারে ২১৪/৩ (তাসামুল ৪৮, জসিম ২৯, আশরাফুল ৮১*, তুষার ১০, মেহরাব জুনিয়র ৪৩*; শাহাদাত ০/৩০, জিয়া ০/২৮, সোহাগ ০/৪৫, সানি ০/৩৬, তানবীর ১/৩২, শাকিল ১/৪৩)
ফল: কলাবাগান ক্রীড়া চক্র ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মোহাম্মদ আশরাফুল
Discussion about this post