টুইটার দুনিয়ায় ঝড় তুলেই যাচ্ছেন ঋষি কাপুর। বলিউডের জনপ্রিয় এই অভিনেতা নীতি কথা বলতে কখনোই পিছপা হন না। সেই নজির আরো একবার রাখলেন রনবীর কাপুরের বাবা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বোমা ফাটালেন তিনি। খোদ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কর্তাদের মনোভাব নিয়ে প্রশ্ন তুললেন তিনি।
এক সময়ের জনপ্রিয় এই নায়কের দাবি আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের ফিরিয়ে আনা হোক। আফগানিস্তানের আইপিএল অভিষেক দেখেই তিনি ফের চাইছেন প্রতিবেশী দেশ পাকিস্তানকে। কিন্তু দেশটির সঙ্গে সম্পর্কটা বেশ বৈরি ভারতের। রাজনীতির সেই বৈরিতার ছোঁয়া লেগেছে ক্রিকেটেও। দুই দেশের মাঠের ক্রিকেট নেই। এরই অংশ হিসেবে আইপিএলে নেয়া হচ্ছে না পাকিস্তানি ক্রিকেটারদের। কিন্তু ঋষি এর অবসান চাইছেন। ২০০৮-এর পর থেকে কোনও পাকিস্তানি ক্রিকেটারই আইপিএলে খেলার সুযোগ পাননি।
দশম আইপিএল শুরুর দিনে বুধবার ঋষির টুইট উত্তাপ ছড়াল। তার টুইট, ’আইপিএলে বিশ্বমানের ক্রিকেটাররা খেলে। এবার আফগানিস্তানও অভিষেক হল। আমি পাকিস্তানের ক্রিকেটারদের ফিরিয়ে আনার অনুরোধ করছি। তবেই ম্যাচ জমে উঠবে। আমরা বড় মনের।’
এবারের আইপিএলে সানরাইজার্স হায়দ্রবাদের হয়ে খেলছেন আফগানিস্তানের দুই ক্রিকেটার মোহাম্মদ নবি ও রশিদ খান। টুর্নামেন্টের দশ বছরের ইতিহাসে এই প্রথম আফগানিস্তান ক্রিকেটারদের অংশ গ্রহন থাকল। ৷দু’দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতিই বাইশ গজে প্রভাব ফেলেছে৷
Discussion about this post