শেষ পর্যন্ত চমকই থাকল। শুরুতে সম্ভাবনা না থাকলেও হঠাৎ করেই জানা গেল এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে উঠবেন ৬ বাংলাদেশি ক্রিকেটার। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ আছেন তালিকায়। আইপিএলের অফিসিয়াল ওয়েব সাইট জানাচ্ছে- তাদের প্রত্যেকেরই ভিত্তি মূল্য ৩০ লাখ রুপি।
মোস্তাফিজুর রহমান আগে মতোই খেলবেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। কলকাতা নাইট রাইডার্স রেখে দিয়েছে সাকিব আল হাসানকে। নিলামে উঠা ৬ জনের মধ্যে তামিমের আগে আইপিএল অভিজ্ঞতা আছে। পুনে ওয়ারিয়র্সের হয়ে একবার খেলতে গিয়েছিলেন তিনি।
মঙ্গলবার দশম আসরকে নিলামের জন্য ৩৫১ জন ক্রিকেটারকে চূড়ান্ত করা হয়। যার আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা থাকা ক্রিকেটার রয়েছেন ১২২ জন। ২০ ফেব্রুয়ারি বেঙালুরুতে নিলাম অনুষ্ঠান। ৭৯৯ জনের তালিকা থেকে ৮ ফ্র্যাঞ্চাইজির আগ্রহের ভিত্তিতে তালিকা ছোট করে ৩৫১-তে নামিয়ে আনা হয়। আইসিসির সহযোগী দেশের ৬ ক্রিকেটার নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন। যার পাঁচজনই আফগানিস্তানের।
আগামী ৫ এপ্রিল শুরু হবে আইপিএলের দশম আসর। মাঠের লড়াই চলবে ২১ মে পর্যন্ত।
Discussion about this post