তার সবচেয়ে বড় শত্রুুর নাম ইনজুরি। কিন্তু বারবারই সেই শত্রুকে হারিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। তাকে আটকানোর সাধ্য যেন নেই! হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েই শুক্রবার বল হাতে রীতিমতো ঝড় তুললেন মাশরাফি বিন মর্তুজা। চোটের জন্য রান আপ কমানোর পাশাপাশি গতিও কমালেন।তারপরও বোলিং ধার কমেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কের। চোট নিয়েই ম্যাশ বিপিএলে নিজের সেরা বোলিং ফিগারটা গড়লেন। তাতে খুলনা টাইটানসকে ৫ উইকেটে হারাল তার দল কুমিল্লা।
এদিন মিরপুরের শেরে বাংলার উইকেটে অসাধারন বোলিং করলেন তিনি।টাইনটানসের বিপক্ষে ৪ ওভারে ১৬ রান দিয়ে তুলে নিলেন ৩ উইকেট। ইতিহাস জানাচ্ছে শুধু বিপিএল নয়, সব ধরনের ঘরোয়া টি-টুয়েন্টিতেই এটি ম্যাশের সেরা বোলিং ফিগার।
এর আগে ২০১০ সালে জাতীয় লিগের টি-টুয়েন্টিতে সিলেট বিভাগের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে ২৪ রানে নেন ৩ উইকেট।
দল তেমন সফল না হলেও এবারের বিপিএলে বল হাতে ঠিকই উইকেট তুলে নিচ্ছেন মাশরাফি। কুমিল্লার অধিনায়ক এখন পর্যন্ত নিলেন ১১ উইকেট।এর আগে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে প্রথম আসরে নিয়েছিলেন ১০ উইকেট।
এবার সেই অর্জনকে ছাড়িয়ে গেলেন এই পেসার। চোট নিয়েও ঠিকই নিন্দুকদের জবাব দিয়ে দিলেন তিনি। তবে আক্ষেপ নিশ্চয়ই থাকছে। এবার যে চ্যাম্পিয়ন দল নিয়ে খেলতে এসেও বিপিএলে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হল না!
Discussion about this post