বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার যোগাযোগটা বেশ পুরনো। এর আগে এদেশের ঘরোয়া ক্রিকেটেও দেখা গেছে তাকে। আবার ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে তার বন্ধুত্বা রয়েছে। সেই ক্রিকেটারটি কী বাংলাদেশকে না ভালবেসে পারেন? মঈন আলি ইংল্যান্ডের বাংলাদেশে সফরে আসার ঘোষণা দিয়েছেন। ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের অধিনায়ক ইয়ন মরগ্যান যখন দ্বিধায় তখন তিনি নিরাপত্তা শঙ্কা উড়িয়ে দিলেন।
মঈন জানিয়েছেন, বাংলাদেশ সফর নিয়ে তার কোনো শঙ্কা নেই। দলে সুযোগ পেলে অবশ্যই বাংলাদেশ সফরে আসবেন বলে ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের তিন ধরনের ফরম্যাটে খেলা মঈন। শনিবার তিনি বলেন, ‘আমি যদি নির্বাচিত হই তবে অবশ্যই (বাংলাদেশ সফরে) যাব। দলে আমি নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট এবং বাংলাদেশ সফর নিয়ে মুখিয়ে আছি।’
নিরাপত্তার শঙ্কার ব্যাপারটি নিয়ে অবশ্য বেশ কয়েকজন ইংলিশ ক্রিকেটার উগিগ্ন। তাইতো কোনো খেলোয়াড়ের ওপর ইসিবি চাপ প্রয়োগ করছে না। মঈন বলেন, ‘সবারই (বাংলাদেশ সফর নিয়ে) সিদ্ধান্ত নেয়ার সুযোগ রয়েছে। কারো ওপর কোনো চাপ নেই। এটি খেলোয়াড়ের ব্যক্তিগত মনোভাবের ওপর; সে কেমন অনুভব করে তার ওপর নির্ভর করে।’
এর আগে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও দেখা গেছে মঈন আলিকে। টাইগার ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে তার বন্ধুত্বের বয়সও অনেক দিনের। এবার বুঝিয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেটেরও সঙ্গে আছেন তিনি।
গুলশান এবং শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার পরই ছক পাল্টে যায়। নড়েচড়ে বসে ইংল্যান্ড। এনিয়ে মঈন বলেন, ‘আমি মনে করি, আজকের দিনে আপনি কোথাও নিরাপদ নন।’
বলা দরকার, আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। সফরে মাশরাফি-মুশফিকদের সঙ্গে ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট ম্যাচ খেলবে ইংলিশরা। তার আগে আফগানদের সঙ্গে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।
Discussion about this post