অভিজ্ঞতার আলাদা একটা গুরুত্ব আছেই। সেটা বুঝতে পারল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাইতো বৃহস্পতিবার ঘোষিত এশিয়া কাপ ও টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দলে তারা রাখল নাসির হোসেনকে। এই অলরাউন্ডার দলে ফিরলেও নেই আরেক অভিজ্ঞ রুবেল হোসেন। অবশ্য ইনজুরির সঙ্গে লড়ছেন তিনি।
দলে আছেন নতুন মুখ হিসেবে জায়গা পেলেন তরুন অলরাউন্ডার আরিফুল হক। একঝাক অভিজ্ঞের সঙ্গে ২৫ সদস্যের দলে আছেন আবু হায়দার রনির মতো তরুন ক্রিকেটারও।
বলা দরকার, আসছে ২৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এশিয়া কাপ। টি-টুয়েন্টি ফরম্যাটে হতে যাওয়া এই টুর্নামেন্টের স্বাগতিক বাংলাদেশ। তারপরই ভারতে ৮ মার্চ শুরু হবে আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ।
প্রাথমিক দল-
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিথুন, কাজী নুরুল হাসান, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, শুভাগত হোম চৌধুরী, আরিফুল হক, আরাফাত সানি, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, আবুল হোসেন রাজু, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি এবং মুক্তার আলী।
Discussion about this post