ওয়ানডে ক্রিকেটের ব্যর্থতা কাটিয়ে উঠেছে পাকিস্তান। খুলনা টেস্টে বেশ দাপটে এগিয়ে যাচ্ছে সফরকারীরা। দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের বিপক্ষে তাদের ১ম ইনিংসে রান ১ উইকেটে ২২৭। এখনো মুশফিকের দলের চেয়ে ১০৫ রানে পিছিয়ে আছে তারা।
উইকেটে আছেন মোহাম্মদ হাফিজ ১৩৭ ও আজহার আলি ৬৫ রানে। তারা গড়েছেন ১৭৭ রানের জুটি।
এর আগে বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ব্যাট করতে নেমে বাংলাদেশ ব্যাট করতে নেমে ১ম ইনিংসে তুলে ৩৩২ রান।
এদিকে হাতে চোট নিয়ে মাঠ ছাড়েন মুশফিক। পাতার বদলে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেন ইমরুল কায়েস। দলকে নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ১২০ ওভারে ৩৩২/১০ (তামিম ২৫, ইমরুল ৫১, মুমিনুল ৮০, মাহমুদউল্লাহ ৪৯, সাকিব ২৫, মুশফিক ৩২, সৌম্য ৩৩, শুভাগত ১২*, তাইজুল ১, শহীদ ১০, রুবেল ২; ওয়াহাব ৩/৫৫, ইয়াসির ৩/৮৬, হাফিজ ২/৪৭, বাবর ২/৯৯)
পাকিস্তান ১ম ইনিংস: ৫৮ ওভারে ২২৭/১ (হাফিজ ১৩৭*, সামি ২০, আজহার ৬৫*; তাইজুল ১/৪৩)।
Discussion about this post